শিরোনাম
◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও) 

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি। টেস্ট ম্যাচে ক্রিকেটারদের আগ্রহ বাড়ানোর জন্য এই ফরম্যাটের চুক্তিতে থাকা খেলোয়াড়দের পারিশ্রমিক তুলনামূলক বেশি পরিমাণে বাড়বে। বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ডের ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম।

বোর্ড সভা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নাজমূল বলেন,  বেশ কিছুদিন আগে ওদের শেষ পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারটি (আলোচনা) হয়েছিল এবং এবারও কিছু পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব করেছি। বিশেষ করে, টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারটি প্রাধান্য দিয়েছি। যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, তাদেরকে সুরক্ষিত করার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে, তারা যেন এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে যাওয়ার চেষ্টা কম করে।

গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাট মিলিয়ে মোট ২১ জন ক্রিকেটার ছিলেন। শুধু টেস্টের চুক্তিতে ছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।
তবে এবারের নতুন চুক্তিতে কতজন থাকছেন সে বিষয়ে এখনও কিছু জানাননি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। বেতন ও ম্যাচ ফি কত বাড়ছে সেটিও জানাননি  তিনি।

এই মুহূর্তে (কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারের) সংখ্যাটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত।

বর্তমানে টেস্টের জন্য ৬ লাখ, ওয়ানডের জন্য ৩ লাখ ও টি-টোয়েন্টির জন্য ২ লাখ করে ম্যাচ ফি পান ক্রিকেটাররা। গত বছরের চুক্তি অনুযায়ী এ+ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন পান ৭ লাখ ৯০ হাজার টাকা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়