শিরোনাম
◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ 'কী না করেছি পুলিশের জন্য', সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে যা কথা হলো বাফুফে সভাপতির

এশিয়ান কাপ বাছাইয়ে চলতি মাসে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ২৫ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এরপর ১৮ নভেম্বর ফিরতি লেগে খেলতে ঢাকায় আসবে ভারতীয় দল।

এই ম্যাচ দুটি সামনে রেখে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন।

ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচকে সামনে রেখে ৫ মার্চ দুপুরে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেবেন জামাল ভূঁইয়ারা। সেখানে অনুশীলন ক্যাম্প করে ১৮ মার্চ ঢাকায় ফিরবে জামালরা।

এরপর ২০ বা ২১ মার্চ ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে জাতীয় দলের। তাই আগেভাগেই ভারতের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেয় বাফুফে। সে উদ্যোগের প্রেক্ষিতে জরুরিভিত্তিতে বাংলাদেশ দলের সবার ভিসা ইস্যু করে দিয়েছে ভারত।

এদিকে হাইকমিশনারের সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাতের বিষয়ে ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক। ভারতের হাইকমিশনার আমাদের নারী ফুটবলের প্রশংসা করেছেন। তাদের ওখানে মেয়েদের লিগ খেলার বিষয়টি এসেছে। স্পোর্টস মেডিসিন নিয়ে কথা হয়েছে। ফুটবলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন করে উন্নয়নের কথা আলোচনায় এসেছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়