শিরোনাম
◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ 'কী না করেছি পুলিশের জন্য', সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ ◈ পুরস্কার ঘোষণা করার পরও পুলিশকে গুলি ছোড়া সাজ্জাদ কেন ধরা পড়ছে না, যা জানা গেল ◈ মির্জা ফখরুলের সুস্থতা কামনা জামায়াতের আমিরের

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুবাই আমাদের ঘরের মাঠ নয়, বাড়তি সুবিধা পাওয়ার প্রশ্নই ওঠে না: রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে অনেক সমালোচনার শিকার হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট বিশ্বের অনেক দেশই ভারতের পাওয়া সুবিধা নিয়ে সমালোচনা করেছে। বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তুলে ধরেছেন একই দেশে খেলে তাদের বাড়তি সুবিধা পাওয়ার কথা। এবার বাড়তি সুবিধার বিষয়টি অস্বীকার করলেন রোহিত শর্মা। দুবাই যে নিজেদের ঘরের মাঠ নয়, সেটাই বললেন ভারতীয় অধিনায়ক।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেন থেকে শুরু। এরপর আথারটন থেকে ইনাজামাম ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে রাসি ফন ডার ডুসেনও ভারতের বাড়তি সুবিধা নিয়ে কথা বলেন। মূলত রাজনৈতিক কারণে পাকিস্তানে যাওয়ার অনুমতি মেলেনি ভারতের। তাই ‘হাইব্রিড’ মডেলে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। বাকি দেশগুলো পাকিস্তান সফর করলেও ভারতের বিপক্ষে খেলতে হলে আসতে হয় দুবাইতে।  

এদিকে এক দেশে খেললেও দুবাই যে তাদের হোম গ্রাউন্ড নয়, তা জানালেন রোহিত। পিচের আচরণ ভিন্ন হওয়ার কথা বলেও অস্বীকার করেন সুবিধা পাওয়ার কথা। ভারতীয় অধিনায়ক বলেন, প্রত্যেক সময়, পিচের আচরণ পরিবর্তন হয়। আমরা এখানে তিন ম্যাচ খেলেছি। প্রত্যেক ম্যাচেই পিচের আচরণ ভিন্ন ছিল। এটা আমাদের ঘরের মাঠ নয়। এটা দুবাই। আমরা এখানে অনেক ম্যাচ খেলিনি। আর এই মাঠ আমাদের জন্যও নতুন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে রোহিত আরও বলেন, এই মাঠে চার থেকে পাঁচটি পিচ রয়েছে। দেখেন.. আমি নিজেই জানি না কোন পিচে সেমিফাইনাল হবে। কিন্তু যাই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। দেখা যাক কি হয় আর কি না হয়। আমরা তো এখানেই খেলব। 

এই মাঠে যে বাড়তি সুবিধা পাচ্ছেন না তার প্রমাণ দিতে রোহিত টেনে নিয়ে আসেন নিউজিল্যান্ড ম্যাচের কথাও। গতকাল ওই ম্যাচে ৪৪ রানে জয়লাভ করে ভারত। ব্যাটিংয়ে অবশ্য তাদের পরিশ্রম করতে হয়েছে। সেই কথাই জানিয়েছেন রোহিত। তবে যাই হোক, এটা অবাস্তব নয় যে একই মাঠে খেলে বাকিদের থেকে একটু হলেও বেশি সুবিধা পাচ্ছেন না তারা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়