নিজস্ব প্রতিবেদক : এবারো পারলো না বাংলাদেশ নারী দল। ফলাফল প্রথম ম্যাচের কার্বন কপি। প্রথম প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছিলো বাংলাদেশ নারী ফুটবল দল। এবার দ্বিতীয় ম্যাচেও একই দলের কাছে ৩-১ গোলে হেরে গেলো।
রোববার (২ মার্চ) রাতে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে স্বাগতিকদের বিরুদ্ধে সমানতালে লড়েও ফায়দা লুটতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের প্রথমার্ধেই স্কোরলাইন ২-০ করে ফেলে আরব আমিরাত। বিরতির পর বাংলাদেশ একটি গোল শোধ দেয়। তবে হজম করতে হয় আরও এক গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের হারে শেষ হলো দেশের নারী ফুটবলের নতুন অধ্যায়। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করায় এই সফরে ছিলেনা সাফজয়ী দলের ১৮ ফুটবলার। নিয়মিত একাদশের পরিবর্তে নতুন সব মুখে আস্থা রাখেন কোচ পিটার বাটলার।