শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারত জয়ী হয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেলো, নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : দুই দল আগেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। শুধু নিয়মরক্ষার ম্যাচে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে। কিন্তু হালে পানি পেলো না নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিউইদের ৪৪ রানে হারিয়েছে ভারত। তাদের দেয়া ২৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০৫ রানেই গুটিয়ে যায় কিউইরা। 
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ সেরা হলো রোহিত শর্মার দল। যার ফলে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখন অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দুবাইতে প্রথমে ব্যাট করতে নেমে ম্যাট হেনরির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার শুভমান গিল। দাঁড়াতে পারেননি রোহিত-কোহলিও। চতুর্থ উইকেটে আক্সার প্যাটেল ও শ্রেয়াশের ৯৮ রানের জুটিতে ঘুড়ে দাঁড়ায় ভারত। ৪২ রানে আক্সার আর ৭৯ রানে ফিরতে হয় শ্রেয়াসকে। হার্দিক পান্ডিয়ার ৪৫ আর রাহুলের ২৩ রানে ২৪৯ এ আটকে যায় রোহিতের দল। কিউইদের হয়ে ৫ উইকেট তুলে নেন ম্যাট হেনরি।

জবাবে ১৭ রানের মাথায় হার্দিকের বলে রাচিন রবিন্দ্রর দুর্দান্ত ক্যাচ নেন আক্সার প্যাটেল। ২২ রান করে বরুনের বলে বোল্ড হন উইল ইয়াং। ড্যারেল মিচেল, টম ল্যাথাম আর গ্লেন ফিলিপসও লম্বা করতে পারেননি ইনিংস। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ফিফটি হাঁকান উইলিয়ামসন। ৮১ রান করে কেইন আউট হলে প্রতিরোধ ভাঙে কিউইদের। শেষ দিকে মিচেল স্যান্টনারের ২৮ রানের ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে কেবল। বরুণ চক্রবর্তীর ৫ উইকেট শিকারে ২০৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়