শিরোনাম
◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে: প্রধান উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিলের জাতীয় দলের দেড় বছর পর নেইমার

স্পোর্টস ডেস্ক: নেইমার খেলবেন ব্রাজিলের জাতীয় দলে। দেড় বছর ধরে তিনি নানা কারণে খেলার সুযোগ পাননি। নিজ দেশ ব্রাজিলে ফিরে সুসংবাদ পেলেন তিনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৫২ সদস্যের এই প্রাথমিক দলে আছেন নেইমার।  

ব্রাজিলের হয়ে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। ওই ম্যাচেই চোটে পড়েন বার্সা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড। চোট কাটিয়ে গত বছর মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে খেলার সময় আবার চোট পান তিনি। তাতে তিনি আবারো ছিটকে যান মাঠের বাইরে।  

পরে আল হিলাল অধ্যায় শেষ করে সান্তোসে ফেরেন নেইমার। নিজের শৈশবের ক্লাবে ফিরে চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি। সেই ধারায় এবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলো তার। ৫২ সদস্যের স্কোয়াড অবশ্য ছোট হয়ে আসবে। পরে ২৩ সদস্যের চূড়ান্ত দল দেবেন দরিভাল। সেখানে জায়গা করে নিলেই কেবল নেইমারের খেলার সম্ভাবনা থাকবে।

বাছাইপর্বের দুটি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা। ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়