শিরোনাম
◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ 'কী না করেছি পুলিশের জন্য', সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ ◈ পুরস্কারও ঘোষণা করার পরও পুলিশকে গুলি ছোড়া সাজ্জাদ কেন ধরা পড়ছে না, যা জানা গেল ◈ মির্জা ফখরুলের সুস্থতা কামনা জামায়াতের আমিরের ◈ পুলিশের ঊর্ধ্বতন ১২৪ কর্মকর্তাকে একযোগে বদলি ◈ রমজানে ফলের বাজার চড়া, ক্ষুব্ধ ক্রেতারা ◈ সোয়া ৩ লাখ কোটি ডলার মাত্র ২৪ জনের হাতে ◈ তেল, ডাল, আটা-ময়দাসহ কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার ◈ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার দল ঘোষণা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিলের জাতীয় দলের দেড় বছর পর নেইমার

স্পোর্টস ডেস্ক: নেইমার খেলবেন ব্রাজিলের জাতীয় দলে। দেড় বছর ধরে তিনি নানা কারণে খেলার সুযোগ পাননি। নিজ দেশ ব্রাজিলে ফিরে সুসংবাদ পেলেন তিনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৫২ সদস্যের এই প্রাথমিক দলে আছেন নেইমার।  

ব্রাজিলের হয়ে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। ওই ম্যাচেই চোটে পড়েন বার্সা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড। চোট কাটিয়ে গত বছর মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে খেলার সময় আবার চোট পান তিনি। তাতে তিনি আবারো ছিটকে যান মাঠের বাইরে।  

পরে আল হিলাল অধ্যায় শেষ করে সান্তোসে ফেরেন নেইমার। নিজের শৈশবের ক্লাবে ফিরে চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি। সেই ধারায় এবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলো তার। ৫২ সদস্যের স্কোয়াড অবশ্য ছোট হয়ে আসবে। পরে ২৩ সদস্যের চূড়ান্ত দল দেবেন দরিভাল। সেখানে জায়গা করে নিলেই কেবল নেইমারের খেলার সম্ভাবনা থাকবে।

বাছাইপর্বের দুটি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা। ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়