শিরোনাম
◈ শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনা প্রধান ◈ গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, সিদ্ধিরগঞ্জে নারী-শিশুসহ দগ্ধ ৮   ◈ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ◈ রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৪ (ভিডিও) ◈ সরকারি প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত ◈ জাতীয় নাগরিক পার্টি জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে? আছে চ্যালেঞ্জ ◈ এবার জানা গেল খালেদা জিয়ার আসনে কে হচ্ছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থী! ◈ রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারালো বার্সেলোনা ◈ অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির ◈ একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য: বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনূস

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিলের জাতীয় দলের দেড় বছর পর নেইমার

স্পোর্টস ডেস্ক: নেইমার খেলবেন ব্রাজিলের জাতীয় দলে। দেড় বছর ধরে তিনি নানা কারণে খেলার সুযোগ পাননি। নিজ দেশ ব্রাজিলে ফিরে সুসংবাদ পেলেন তিনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৫২ সদস্যের এই প্রাথমিক দলে আছেন নেইমার।  

ব্রাজিলের হয়ে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। ওই ম্যাচেই চোটে পড়েন বার্সা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড। চোট কাটিয়ে গত বছর মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে খেলার সময় আবার চোট পান তিনি। তাতে তিনি আবারো ছিটকে যান মাঠের বাইরে।  

পরে আল হিলাল অধ্যায় শেষ করে সান্তোসে ফেরেন নেইমার। নিজের শৈশবের ক্লাবে ফিরে চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি। সেই ধারায় এবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলো তার। ৫২ সদস্যের স্কোয়াড অবশ্য ছোট হয়ে আসবে। পরে ২৩ সদস্যের চূড়ান্ত দল দেবেন দরিভাল। সেখানে জায়গা করে নিলেই কেবল নেইমারের খেলার সম্ভাবনা থাকবে।

বাছাইপর্বের দুটি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা। ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়