শিরোনাম
◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড, কোহলির রেকর্ড গড়বে আজ

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচের এক সপ্তাহ পর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আবারো খেলা গড়াচ্ছে দুবাই স্পোর্টস সিটিতে। ম্যাচটিতে জয় পরাজয়ে কোনো দলেরই লাভ-ক্ষতি নেই। এক কথায় নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচ দিয়ে সেমিফাইনালের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় দু’দল। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচ। ওয়ানডেতে ১১৮ দেখায় ভারতের ৬০ জয় আর নিউজিল্যান্ডের ৫০ জয়ের পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না।

তবে, শিরোপার হিসেবে দু'দলের চিত্র ভিন্ন। ইন্ডিয়া জিতেছে সবকিছু। কিউইদের কেবিনেটে শূন্যতা। তাই গ্রুপপর্বের নিয়মরক্ষার ম্যাচ হলেও দুবাইয়ে অনুশীলনে মনোযোগী ছিল কিউইরা। ২ ঘণ্টা আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুশীলনের পর ম্যাচ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাড়তি ১ ঘণ্টা ট্রেইনিং করেছে ব্ল্যাকক্যাপ বাহিনী।
ভারত-পাকিস্তান ম্যাচের পর সপ্তাহ খানেকের বিরতি পেয়েছে দুবাই স্টেডিয়াম। ক্ল্যাসিকোর মতো ফুল হাউজ না হলেও, ভারতীয় ফ্যানরা থাকবেন এ ম্যাচেও। রমজানে মুসলিম ক্রিকেট ভক্তদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা।
স্থানীয় নির্ধারিত সময় দুপুর ১টায় ম্যাচ শুরু হয়ে কোনো বিঘœ না ঘটলে ইফতার সারতে সারতেই দ্বিতীয় ইনিংস উপভোগ করতে পারবেন দর্শকরা। ২ ম্যাচই চেইজ করে জেতা টিম ইন্ডিয়া এদিনও পরে ব্যাটিং করবে, তেমনটাই আশা করবেন ভক্তরা।

আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এটা দু'দলের জন্যই নিয়মরক্ষার ম্যাচ। একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ভারতীয়রা। ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাড়তি ব্যাটিং সেশন করেছেন রিশভ পন্ত। একাদশে দেখা যেতে পারে তাকে। তিন বাঁহাতি স্পিনার নীতি থেকে সরে এসে ডানহাতি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে ভারত। ফিরতে পারেন পেসার আর্শদীপ সিংও।

এদিকে পরিবর্তন আসতে পারে নিউজিল্যান্ডের সেরা একাদশেও। অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে না থাকলেও, এ ম্যাচে ফিরবেন ড্যারিল মিচেল। দুবাইয়ের স্পিন ফ্রেন্ডলি পিচে ইন্ডিয়ান স্পিন অ্যাটাক সামলাতে কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্রদের সঙ্গে মিচেলের মতো ক্লাসিক ব্যাটারকে যেকোনো মূল্যে চাইছে কিউইরা।
এদিকে, স্পিনারদের মধ্যে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি মাইকেল ব্রেসওয়েল আর অধিনায়ক মিচেল স্যান্টনারের ওপর থাকবে মেন ইন ব্লু ব্যাটারদের আটকানোর গুরুদায়িত্ব।

এ ম্যাচ দিয়ে ইতিহাসের ২২তম ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি। তাই ম্যাচটা স্পেশাল সুপারস্টারের কাছে। ২০০৪ সালের পর যাদের ওয়ানডে অভিষেক, তাদের মধ্যে ৩০০ ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটার হতে যাচ্ছেন কোহলি। অন্যদিকে, কোচ গৌতম গম্ভীরের জন্য প্রতিশোধের। বেশিদিন আগের কথা নয়, ঘরের মাটিতে তার দলকে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিলো এই নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়