শিরোনাম
◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসিমদের অজয় জাদেজার খোঁচা, পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সময়টা মাঠের ক্রিকেটে এক দমই ভালো যাচ্ছে না। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। এরপর সহ্য করতে হচ্ছে অনেকের খোঁচা। এবার পাকিস্তান দলকে নিজের লক্ষ্যবস্তু বানালেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।

পাকিস্তান এক সময় বিশ্বের অন্যতম শক্তিশালী দল ছিল। ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসরা প্রতিপক্ষ ব্যাটারদের মনে ভয় ধরাতেন। এখন পাকিস্তানের সেই দাপট আর নেই। শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফরা উত্তরসূরিদের সেই ধাঁর ধরে রাখতে পারেননি। ক্রিকফ্রেঞ্জি

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জাদেজা, আকরাম ও ইউনিস। সেখানেই আফগানিস্তানের প্রসঙ্গ টেনে দুই সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে খোঁচা দিয়েছেন জাদেজা। ইংল্যান্ডকে আফগানিস্তানের হারানো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও দাবি তার।

জাদেজা বলেছেন, এটা (আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো) বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।’ এরপর আকরামকে বলতে শোনা যায় ‘নিশ্চই, নিশ্চই। ইংল্যান্ডের বিপক্ষে তারা যেভাবে জিতেছে...দ্রুত উইকেট হারানোর পর ইব্রাহিম জাদরান খুব ভালো খেলেছে এবং ভেজা বল দিয়ে ৩২০ রান ডিফেন্ড করেছে। শিশিরের কারণে বল সত্যিকার অর্থেই ভেজা ছিল।

ওয়াসিমের এমন কথার সুযোগ বুঝে খোঁচা দিতে ভোলেননি আফগানিস্তানের সাবেক কোচ জাদেজা। তিনি বলেন, ‘বন্ধু, আইসিসি টুর্নামেন্টে তারা তোমাদের চেয়ে বেশি ম্যাচ জিতেছে! যদি কেউ এটাকে (আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো) বিচ্ছিন্ন ঘটনা মনে করে, তাহলে নিজেদেরই বোকা বানাবে।

শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা করা আফগানিস্তান এখনও পর্যন্ত পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেছে। অন্যদিকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই শিরোপা খরায় ভুগছে পাকিস্তান। আইসিসির টুর্নামেন্ট মানেই পাকিস্তানের এখন যেন দুর্বিসহ স্মৃতি। এবার পাকিস্তানের সেই কাঁটা ঘায়ে যেন লঙ্কা ছিটিয়ে দিলেন জাদেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়