শিরোনাম
◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ 'কী না করেছি পুলিশের জন্য', সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ ◈ পুরস্কারও ঘোষণা করার পরও পুলিশকে গুলি ছোড়া সাজ্জাদ কেন ধরা পড়ছে না, যা জানা গেল ◈ মির্জা ফখরুলের সুস্থতা কামনা জামায়াতের আমিরের ◈ পুলিশের ঊর্ধ্বতন ১২৪ কর্মকর্তাকে একযোগে বদলি ◈ রমজানে ফলের বাজার চড়া, ক্ষুব্ধ ক্রেতারা ◈ সোয়া ৩ লাখ কোটি ডলার মাত্র ২৪ জনের হাতে ◈ তেল, ডাল, আটা-ময়দাসহ কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার ◈ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার দল ঘোষণা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রাজা শোয়েব আখতার’ রাজ্যজুড়ে অনুপস্থিত 

স্পোর্টস ডেস্ক : মাঠে উইকেট শিকারের পর উল্লাসের ধরণ দেখে সবাই শোয়েবকে আদর করে ডাকেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে। তার জন্যই  রাওয়ালপিন্ডি বিখ্যাত, সেই শোয়েবের নামে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গেইট আছে।

পিসিবির আওতাভুক্ত একটা স্টেডিয়ামের নাম পর্যন্ত করা হয়েছে শোয়েব আখতার ক্রিকেট স্টেডিয়াম। বৈশ্বিকভাবে রাওয়ালপিন্ডির ব্র্যান্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি যদি একটি ক্রিকেটীয় রাজ্য হয়, যথার্থভাবে সেই রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তথা রাজা শোয়েব। অথচ রাজ্যজুড়ে কোথাও যেন অনুপস্থিত সেই রাজা। -যমুনানিউজ

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে অনেকের নাম আছে, অনেক অনেক ক্রিকেটারের ছবি আছে; নেই শুধু শোয়েব আখতারের। কেননা, যে মাঠে শোয়েবের ডেব্যু, সেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কখনোই ইনিংসে পাঁচ উইকেট পাননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের সেই অনার্স বোর্ডে নাম তুলেছেন মুশফিকুর রহিম, হাসান মাহমুদরা। মেহেদী হাসান মিরাজ কিংবা লিটন দাসেরও সেই অনার্স বোর্ডে নাম আছে।

টেস্ট ওয়ানডে মিলিয়ে ষোলোবার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন শোয়েব, ম্যাচে দশ উইকেট দুইবার। তার একটাও পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে না। সবমিলিয়ে যে মাঠে শোয়েবের ডেব্যু, সেই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দশ ইনিংসে পনেরোটা উইকেটও নিয়েছেন; কিন্তু একবারও পাঁচ উইকেট মেলেনি, তাই নামও ওঠেনি অনার্স বোর্ডে।

পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমের পাশের লবিতে কত কত ক্রিকেটারের ছবি, অর্জনের গল্প। নেই শুধু একটা নাম, একটা ছবি। শোয়েব আখতার, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, দ্য ফেইস অব রাওয়ালপিন্ডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়