শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রাজা শোয়েব আখতার’ রাজ্যজুড়ে অনুপস্থিত 

স্পোর্টস ডেস্ক : মাঠে উইকেট শিকারের পর উল্লাসের ধরণ দেখে সবাই শোয়েবকে আদর করে ডাকেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে। তার জন্যই  রাওয়ালপিন্ডি বিখ্যাত, সেই শোয়েবের নামে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গেইট আছে।

পিসিবির আওতাভুক্ত একটা স্টেডিয়ামের নাম পর্যন্ত করা হয়েছে শোয়েব আখতার ক্রিকেট স্টেডিয়াম। বৈশ্বিকভাবে রাওয়ালপিন্ডির ব্র্যান্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি যদি একটি ক্রিকেটীয় রাজ্য হয়, যথার্থভাবে সেই রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তথা রাজা শোয়েব। অথচ রাজ্যজুড়ে কোথাও যেন অনুপস্থিত সেই রাজা। -যমুনানিউজ

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে অনেকের নাম আছে, অনেক অনেক ক্রিকেটারের ছবি আছে; নেই শুধু শোয়েব আখতারের। কেননা, যে মাঠে শোয়েবের ডেব্যু, সেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কখনোই ইনিংসে পাঁচ উইকেট পাননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের সেই অনার্স বোর্ডে নাম তুলেছেন মুশফিকুর রহিম, হাসান মাহমুদরা। মেহেদী হাসান মিরাজ কিংবা লিটন দাসেরও সেই অনার্স বোর্ডে নাম আছে।

টেস্ট ওয়ানডে মিলিয়ে ষোলোবার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন শোয়েব, ম্যাচে দশ উইকেট দুইবার। তার একটাও পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে না। সবমিলিয়ে যে মাঠে শোয়েবের ডেব্যু, সেই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দশ ইনিংসে পনেরোটা উইকেটও নিয়েছেন; কিন্তু একবারও পাঁচ উইকেট মেলেনি, তাই নামও ওঠেনি অনার্স বোর্ডে।

পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমের পাশের লবিতে কত কত ক্রিকেটারের ছবি, অর্জনের গল্প। নেই শুধু একটা নাম, একটা ছবি। শোয়েব আখতার, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, দ্য ফেইস অব রাওয়ালপিন্ডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়