শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৪:২২ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের হার: বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি

চরম ব্যাটিং দুর্দশায় হারে শুরু, শেষটা হয় বৈরী আবহাওয়ার কারনে ম্যাচ খেলতে না পারার হতাশায়। মাঝের ম্যাচটিতেও পরাজিত দল বাংলাদেশ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো সফরটি নাজমুল হোসেন শান্তদের জন্য হতাশার। টানা দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নেওয়া দলটি শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেনি বৃষ্টির হানায়, মেলে এক পয়েন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের অর্জন এই এক পয়েন্টই। 

সাফল্যের বিচারে এটাই, তবে অর্থযোগ একেবারে কম হয়নি বিবর্ণ পারফরম্যান্সে জয়হীন থেকে থেকে যাওয়া বাংলাদেশের। সপ্তম দল হিসেবে আগেই প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা পাওয়া নিশ্চিত ছিল। সম্ভাবনা ছিল আরও বাড়ার। শনিবার দক্ষিণ আফ্রিকার ‍বিপক্ষে ইংল্যান্ডের হারে বাড়তি অর্থযোগ হয়েছে বাংলাদেশের। কিছু না করেই সোয়া তিন কোটি টাকা পাওয়া বাংলাদেশ পাচ্ছে আরও আড়াই কোটি টাকা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ পাচ্ছে ৫ কোটি ৭৩ লাখ ৯২ হাজার টাকা।

চ্যাম্পিয়ন্স ট্রফির 'এ' গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারে, এতে ‍ছিটকে যেতে হয় আসর থেকে। এই দুই দলের বিপক্ষে হেরে বাদ পড়ে স্বাগতিক পাকিস্তানও। শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ-পাকিস্তান এক পয়েন্ট করে পায়। রান রেটে এগিয়ে থাকায় সপ্তম স্থান নিশ্চিত হয় বাংলাদেশের। 

সপ্তম দলের প্রাইজমানি ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজারেরও বেশি। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া বাবদ প্রতি দলই পাবে ১ কোটি ৫১ লাখ টাকা করে। বাংলাদেশের ৩ কোটি ৩১ লাখ টাকা পাওয়া নিশ্চিতই ছিল। তবে আরও অর্থযোগের সম্ভাবনা ছিল। ইংল্যান্ড হারায় সেটা মিলেছে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হারায় আট নম্বর দল হয়েছে ইংলিশরা। এক পয়েন্ট নিয়েই ষষ্ঠ দল হয়ে গেছে বাংলাদেশ। ষষ্ঠ দলের পুরস্কার ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা, এর সঙ্গে টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রাইজমানি; সব মিলিয়ে প্রায় পৌনে ৬ কোটি টাকা উঠছে বাংলাদেশের ঝুলিতে। 

ইংলান্ডকে হারানোসহ আসরে দারুণ লড়াই করা আফগানিস্তান ৫ নম্বর দল হিসেবে আরও বেশি অর্থ পুরষ্কার পাচ্ছে। বাংলাদেশের সমান ৫ কোটি ৭৩ লাখ ছাড়াও একটি ম্যাচ জেতার জন্য আরও ৪১ লাখ টাকারও বেশি পাবে। সপ্তম ও অষ্টম দল দল হিসেবে পাকিস্তান ও ইংল্যান্ড পাবে ৩ কোটি ৩১ লাখ টাকা করে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী দল পাবে ২৭ কোটি ৬ লাখ টাকারও বেশি, সঙ্গে ম্যাচ জয়ের বোনাস। রানার্সআপ দলের প্রাইজমানি ১৩ কোটি ৫৩ লাখ। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দলের প্রাইজমানি ৬ কোটি ৭৬ লাখ টাকারও বেশি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়