শিরোনাম
◈ মার্চ মাসে সরকারি ছুটি কয়দিন? ◈ আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, সংঘাত পরিহার করি:  প্রধান উপদেষ্টা ◈ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান নুরের (ভিডিও) ◈ ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক যেনো পরিশোধ করা হয়: তামিম ইকবাল ◈ ৬০ হাজার বছর চলার মতো জ্বালানির সন্ধান পেয়েছে চীন ◈ পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ চায় এনবিআর  ◈ রমজানের তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া ◈ ৪২ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে কোচ মরিনহোর মামলা ◈ ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরলো বাংলাদেশ দল ◈ জামায়াত আমিরের হোটেল বন্ধের আহ্বানে ব্যাপক প্রতিক্রিয়া

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক যেনো পরিশোধ করা হয়: তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : আগামী সোমবার (৩ মার্চ) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার (১ মার্চ) বিকেলে ডিপিএলের ট্রফি উন্মোচন হয়। সেখানে উপস্থিত ছিলেন ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) প্রতিনিধিরা।

ট্রফি উম্মোচন অনুষ্ঠানে ডিপিএলে আম্পায়ারিংয়ের মানোন্নয়ন ও ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো পরিশোধের বিষয়টিতে গুরুত্ব দেয়া হয়। অনুষ্ঠানে অনেক ক্রিকেটার সময় মতো নিজেদের পাওনা পারিশ্রমিক পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এবার যেন প্রতিশ্রুত পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করা হয়।

মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল বলেন, প্রতিবারই আম্পায়ারিং ও পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়। এবার যেন এ সব বিষয় যথাযথভাবে মেনে চলা হয়। এবার পরিস্থিতি একটু ভিন্ন। বিপিএলই হোক বা প্রিমিয়ার লিগ, ক্রিকেটাররা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সত্যিই আশা করি, ক্লাব সংগঠকরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমার কাছে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেন ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন নতুন ট্রফি মঞ্চের মাঝখানে নিয়ে আসেন। এবারের চ্যাম্পিয়ন ট্রফির নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে, একইসঙ্গে পরিবর্তন আনা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামোয়। মোসাদ্দেকও দাবি জানান, পারিশ্রমিক যেন যথাসময়ে পরিশোধ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়