শিরোনাম
◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তান আগমী ১০ বছরের মধ্যে আইসিসির টুর্নামেন্ট জিততে পারে: ডেইল স্টেইন

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে সেমিফাইনালে। তাদের এমন উন্নতি দেখে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ডেইল স্টেইন মনে করছেন, আগামী দশ বছরের মধ্যে আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে পারে আফগানরা। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে তাদের ব্যক্তিগত ও দলগত খেলায় আরও ধৈর্য আনার পরামর্শ দিয়েছেন তিনি। 

গত বুধবার রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সেমি-ফাইনালের ওঠার আশা জাগায় আফগানিস্তান। কিন্তু শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সেই সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। রশিদ-নবীদের শেষ চারে উঠতে হলে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে ২০৭ রানের ব্যবধানে।
অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ শেষে ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে স্টেইন বলেন, আগে অনেক খেলোয়াড় স্কিল বাড়াতে ও ধৈর্য শেখার জন্য কাউন্টি ক্রিকেট বা প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে যেত। কিন্তু এখন মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। আমরা ইনস্টাগ্রামে দুই সেকেন্ডের ভিডিওও পুরোটা দেখি না। আমার মনে হয়, আফগানিস্তানের ক্রিকেটারদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।

তারা সবকিছু দ্রুত চায়। প্রতিটি বলেই উইকেট নিতে চায়। ধৈর্য ধরে পরিকল্পনা সাজানোর মানসিকতা নেই। কিছু ক্ষেত্রে ব্যাটারদেরও একই অবস্থা। তারা ছক্কা হাঁকানোর চেষ্টা করে এবং দ্রুত খেলাটা এগিয়ে নিতে চায়।

আফগান ক্রিকেটারদের বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডে ক্রিকেটে সাফল্যের জন্য তাদের প্রথম শেণির ম্যাচ খেলতে পরামর্শ দেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯৯ উইকেট নেওয়া স্টেইন। 
টি-টোয়েন্টি খেলা তাদের জন্য আর্থিকভাবে লাভজনক এবং নতুন কিছু শেখারও সুযোগ দেয়। তবে চার দিনের ম্যাচ খেলা তাদের আরও সাহায্য করবে। ওয়ানডে ক্রিকেট মূলত টেস্টের সংক্ষিপ্ত সংস্করণ। এখানে টি-টুয়েন্টির প্রয়োগ থাকে। কিন্তু ধৈর্যই হলো মূল বিষয়। যদি তারা এটি রপ্ত করতে পারে, তাহলে আগামী ১০ বছরে তারা অবশ্যই কোনো আইসিসি ট্রফি জিততে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়