স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন আগেই মন্তব্য করেছিলেন জস বাটলার যে টিকতে পারবেন না সেটা নিয়ে। কারণ আফগানিস্তানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয়ার পর থেকেই অধিনায়ক জস বাটলারের ভবিষ্যত নিয়ে সংশয় ছিল। অধিনায়কত্ব ছাড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে ডানহাতি ব্যাটার জানিয়েছিলেন, খানিকটা সময় নিয়ে ভাবতে চান। তবে ভাবার জন্য হয়ত খুব বেশি সময় পেলেন না তিনি।
আফগানদের সঙ্গে হারার একদিন পর ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাটলার। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করবে ইংল্যান্ড। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শেষবারের মতো ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন বাটলার।
অধিনায়ক হিসেবে শুরুতেই বাজিমাত করেছিলেন বাটলার। ২০২২ সালে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। তবে পরের তিন আইসিসির টুর্নামেন্টে নিজেদের হারিয়ে খুঁজেছে তারা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হারের পাশাপাশি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন ইংলিশরা। সেবার মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছিলেন বাটলাররা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে বিদায় নেয় তারা। সেরা চারে জায়গা করে নিলেও মাঠের ক্রিকেটে ইংল্যান্ডের মানুষের প্রত্যাশা মেটাতে পারেননি ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো গ্রুপ পর্বই পার করতে পারলেন না। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হেরে বিদায় ঘণ্টা বেজেছে এক ম্যাচ বাকি থাকতেই। সাউথ আফ্রিকার শেষ ম্যাচটা তাই কেবলই নিয়মরক্ষার।
এমন ব্যর্থতার পর ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাটলার। নেতৃত্ব ছাড়া নিয়ে তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছি। এটা আমার ও দলের জন্য সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। আশা করি কেউ একজন ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে মিলে দলকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে ইংল্যান্ডের থাকা উচিত।
অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। বাটলার বলেন, আমার আবেগ এখনও দুঃখ এবং হতাশায় ভরা। আমি নিশ্চিত সময়ের সঙ্গে সঙ্গে এটা কেটে যাবে এবং আবার আমি ক্রিকেটটা উপভোগ করতে পারব। দেশের অধিনায়কত্ব করা কতটা সম্মানের একটা সময় এটা হয়ত অনুভব করতে পারব।
সবমিলিয়ে ইংল্যান্ডকে ৯৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাটলার। যেখানে ওয়ানডেতে ৪৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৮ জয়ের বিপরীতে ২৫টি ম্যাচে হেরেছেন ইংলিশ এই অধিনায়ক। টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডকে ৫১ ম্যাচে নেতৃত্ব বাটলার ২৬ জয়ের পাশাপাশি ২২টি ম্যাচে হেরেছেন। অধিনায়ক হিসেবে বাটলারের একমাত্র সাফল্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।