স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার ক্লাউদিও এচেভেরি। সাড়ে চার বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। নীল জার্সিতে খেলার জন্য অধীর আগ্রহে অপক্ষা করছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
রিভার প্লেট থেকে ২৫ লাখ পাউন্ডের বিনিময়ে সিটিতে যোগ দিয়েছেন এচেভেরি। ২০২৪ সালের জানুয়ারিতে যোগ দিলেও এতদিন পর্যন্ত ধারে আর্জেন্টাইন ক্লাবটিতেই ছিলেন তিনি। তার নেতৃত্বে এবার দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে খেলেছে আর্জেন্টিনা। আসরে রানার্সআপ হয়েছিল তারা। সেখানে ৯ ম্যাচে ৬টি গোল করেছেন এচেভেরি।
সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত এই মিডফিল্ডার। জানালেন স্বপ্নপূরণের কথা, ‘ম্যানচেস্টারে থাকতে এবং অবশেষে নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পেরে আমি কতটা রোমাঞ্চিত, তা বলে বোঝাতে পারব না।
ফুটবল আমার জীবন এবং স্বপ্ন ছিল ইউরোপের সেরা দলগুলোর একটিতে খেলা। এখন সেই স্বপ্ন পূরণের আরও কাছে আমি। ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা দলগুলোর একটি। তারা শুধু ট্রফিই জেতে না, তারা খেলাটি খুব সুন্দরভাবে খেলে।