শিরোনাম
◈ বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ ◈ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া ◈ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ ◈ ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা ◈ শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ ◈ সৌদি আরবে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা ◈ রাজনীতিতে যে কেউ নেতৃত্ব দিতে পারবে, যেখানে তার ব্যক্তিগত পরিচয় মুখ্য হবে না: তাসনিম জারা (ভিডিও) ◈ রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২২৮ ◈ রেফারির সমালোচনা, কোচ জোসে মরিনিয়ো চার ম্যাচ নিষিদ্ধ ◈ দুবাই স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখতে আসা দর্শকরা বিনামূল্যে ইফতার পাবেন 

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজিদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানরা  

রাওয়ালপিন্ডির মতো বৃহস্পতিবার লাহোরেও বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ম্যাচ শুরুর আগ পর্যন্ত আর বৃষ্টি হয়নি। যে কারণে মাঠ খেলার উপযোগীই আছে। নির্ধারিত সময়ে টস সম্পন্ন হয়েছে। আফগানিস্তান এই ম্যাচেও টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। 

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে আফগানরা ঐতিহাসিক জয়ের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করে বড় সংগ্রহ তুলেছিল। ম্যাচটি আফগানিস্তানের জন্য বাঁচা মরার লড়াই। অজিদের হারাতে পারলে শেষ চারে চলে যাবে তারা। হারলে বিদায় নিতে হবে আসর থেকে। 

আফগান অধিনায়ক জানিয়েছেন, উইকেট ভালো মনে হওয়ায় এবং ব্যবহৃত হওয়ায় শুরুতে ব্যাটিং করবেন তারা। দ্বিতীয় ইনিংসে উইকেট ধীর হতে পারে। অনিশ্চিত আবহাওয়া হওয়ায় স্মিথও শুরুতে ব্যাটিং করতেই পছন্দ করতেন বলে মনে হয়েছে।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু শট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংলিশ, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পিনার জনসন। 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়