শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যেকোনো পিচে বাংলাদেশের পেসাররা ২০ উইকেট নিতে পারে: রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেস বোলিং আক্রমণ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই আলোচনায় ছিলো। বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এক ঝাঁক প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। যদিও তাকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ।

অবশ্য দ্বিতীয় ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফেরেন নাহিদ। এই ম্যাচেও বল হাতে গতির ঝড় তোলেন এই পেসার। তবে শিকার করেন মাত্র একটি উইকেট। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। ফলে এই ম্যাচে আর মাঠে নামা হয়নি বাংলাদেশের তরুণ এক গতি তারকার। - ক্রিকফ্রেঞ্জি

তবে তার প্রশংসা থেমে নেই। বাংলাদেশের এই তরুণ পেসারের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি মনে করেন নাহিদকে অতিরিক্ত বল করিয়ে নষ্ট যেন না করে বাংলাদেশ। নাহিদের পেসের সঙ্গে লেন্থেরও প্রশংসা করেছেন রমিজ। ভবিষ্যতে বাংলাদেশের এই পেসারের গতি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান।

পাকিস্তানে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রমিজ বলেন, 'আমার মনে হয় তার সীমিত ওভার বোলিং করতে হবে। নিশ্চিত করতে হবে অনেক বেশি যেন বল না করে। তাকে ভালোভাবে দেখে রাখতে হবে। হ্যাঁ, সে অবশ্যই সম্ভাবনাময়ী। আমি বাংলাদেশের জন্য খুশি। আমি শুধু পেসের কথা বলছি না তার লেন্থটাও ভালো এবং সে এখনও তরুণ। সে আরও শিখবে। আমার মনে হয় তার আরও গতি বাড়বে। তার পেসের সঙ্গে দৈহিক বৈষিষ্ঠ্য ও ধারাবাহিকতা আমাকে মুগ্ধ করেছে।

রমিজ মনে করেন বাংলাদেশের বোলাররা যেকোনো উইকেটে ২০ উইকেট নিতে পারেন। তারা বাংলাদেশকে টেস্টও জেতাবেন বলে আশা করছেন পাকিস্তানের এই সাবেক ব্যাতার। মুস্তাফিজুর রহমানের গতির ভ্যারিয়েশন মুগ্ধ করেছে রমিজকে। বাঁহাতি পেসার হিসেবে এই কাটার মাস্টারকে অনেক পছন্দ বলে জানালেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, খুবই চমকপ্রদ। পেসের সঙ্গে ভ্যারিয়েশন্সও আছে। এবং তাদের অভিজ্ঞতাও আছে। মুস্তাফিজ খুবই ভালো বাঁহাতি বোলার। সে ভ্যারিয়েশন নিয়ে বল করতে পারে। পেস বোলিং এখন খুবই সমৃদ্ধ এটা বাংলাদেশের জন্য ভালো খবর। যারা আপনাকে টেস্ট ম্যাচ জিততে সাহায্য করবে। আপনাকে ২০ উইকেট নিতে হিবে এবং আমার মনে হয় বাংলাদেশের এই বোলিং লাইনআপ যেকোনো উইকেটে ২০ উইকেট নিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়