শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত ও পাকিস্তান মুুখোমুখি হতে পারে ৩ বার

স্পোর্টস ডেস্ক : চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ক’দিন আগে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিলো। এই লড়াইয়ে ভারতের কাছে হালে পানি পায়নি পাকিস্তান। ফলে ভারতের কাছে ৬ উইকেটে হার মানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা। সেই হারের বদলা নেয়ার জন্য এ বছরই একাধিক সুযোগ পাচ্ছে পাকিস্তান। 

কারণ চলতি বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। গত আসরের মতো এই টুর্নামেন্টে একই গ্রুপে থাকছে ভারত ও পাকিস্তান। ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে এবারের এশিয়া কাপ হতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে।
আগামী বছরের শুরুতেই ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই ভাবনায় এবারের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্ট জুড়ে মোট ১৯টি ম্যাচ হবে। ৮ দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও তা সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্ত অনুযায়ী ভারত ও পাকিস্তানকে আপাতত কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হবে না। কারণ দুই দলের কেউই একে অপরের দেশে গিয়ে কোনো ম্যাচ খেলতেই রাজি না।

এশিয়া কাপের 'এ' গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপে যোগ দেয়ার কথা রয়েছে আরও একটি দলের। এদিকে 'বি' গ্রুপে থাকছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই গ্রুপেও যুক্ত হবে আরও একটি দল।

হংকং ও ওমান এই বছর এশিয়া কাপে খেলবে। তবে দুই দলে কে কোন গ্রুপে খেলবে তা নিশ্চিত নয়। এর আগে ২০২৩ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেপাল। এবার তারা বাছাইপর্ব থেকে ছিটকে গেছে। 

২০২৩ এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ৮ দলকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। সেখান থেকে দুটি করে দল খেলেছিল পরের পর্বে। সেখান থেকে জয়ী দুই দল চলে যাবে সোজা ফাইনালে। ভারত-পাকিস্তান ফাইনালে উঠতে পারলে তিনবার তাদের সাক্ষাৎ হবে এশিয়া কাপে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়