শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের পেস বোলার নাহিদ রানার প্রশংসায় পাকিস্তানের ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক : পেস বোলিংয়ে বাংলাদেশের ‘পোষ্টারবয়’ নাহিদ রানা। তরুণ এই পেসার লাইন লেংথের সঙ্গে গতিময় বোলিংয়ে সবার নজর কেড়েছেন। নাহিদকে নিয়ে সবার আগ্রহটা তাই একটু বেশিই। ভারতের বিপক্ষে ম্যাচের আগে যেমন পেসারদের নিয়ে করা প্রশ্নের বেশিরভাগই ছিল নাহিদ কেন্দ্রিক। এবার বাংলাদেশের তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, রমিজ রাজারা।

সবশেষ কয়েক মাসে বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম একজন হয়ে উঠেছেন নাহিদ। পাকিস্তান সফর, ওয়েস্ট ইন্ডিজ সফরে গতিময় বোলিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশের ইতিহাসের প্রথম পেসার হিসেবে প্রতি ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতিতে বোলিং করার কীর্তি গড়েছেন তরুণ এই পেসার। শুধু একটি ডেলিভারিই নয় স্পেলের পর স্পেল নিজের গতি ধরে রেখেছেন নাহিদ। 

এমন একজনকে নিয়ে সবার আগ্রহ থাকবে এটাই তো স্বাভাবিক। বাংলাদেশের মানুষের মতো নাহিদকে মনে ধরছে অন্য দেশের সাবেক ক্রিকেটারদেরও। ২০২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন নাহিদ। সেবার খুলনার হয়ে খেলেছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। তখন নাহিদ খুব বেশি আলোচনায় না থাকলেও তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি।

নাহিদকে প্রতিভাবান আখ্যা দিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সাংবাদিকদের ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমার মনে হয় সে খুবই প্রতিভাবান একজন। ওই সময় সে দুর্দান্ত ছিল। সে যেভাবে গতিময় বোলিং করে এটা দেখতে পারাটা দারুণ ব্যাপার। আমি তাকে শুভ কামনা জানাই এবং আশা করি সে বাংলাদেশের জন্য ভালো করতে থাকবে।

ওয়াহাব রিয়াজের মতো নাহিদকে মনে ধরেছে রমিজেরও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পিসিবির সাবেক চেয়ারম্যান তরুণ এই পেসারের গতির সঙ্গে লাইন লেংথেরও প্রশংসা করেছেন। তবে বয়সে তরুণ হওয়ায় বাংলাদেশকে সতর্কও করেছেন তিনি। রমিজের চাওয়া, এখনই যেন নাহিদকে খুব বেশি ভালো না করানো হয়।

এ প্রসঙ্গে রমিজ বলেন, ‘আমার মনে হয় তাকে আরও কম বোলিং করতে হবে। বাংলাদেশকে এটা নিশ্চিত করতে হবে সে যেন খুব বেশি বল না করে। তাকে ভালোভাবে দেখে রাখতে হবে। হ্যাঁ, সে অবশ্যই সম্ভাবনাময়ী একজন। আমি বাংলাদেশের জন্য খুবই খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়