শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল 

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে বৈরি আবহাওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে খেলা হলো না। ফলে দুই দলই ১টি করে পয়েন্ট পায়। এর ফলে বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করেছে তিন নম্বরে থেকে, আর পাকিস্তান রয়েছে তালিকার তলানিতে। 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য মোট প্রাইজমানি বরাদ্দ করা হয়েছে ৬.৯ মিলিয়ন ডলার বা প্রায় ৮৪ কোটি টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা) করে পাচ্ছে। 

এছাড়া, গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য নির্ধারিত ছিল ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা)। তবে বাংলাদেশ কোনো ম্যাচ না জেতায় এই অতিরিক্ত অর্থ পাবে না।

বাংলাদেশ নিজেদের গ্রুপে তৃতীয় স্থান অর্জন করায় সপ্তম বা অষ্টম স্থানে থাকলে দলটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা)।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলের জন্য আইসিসি থেকে বরাদ্দ রয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা)। রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা) এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা)।

বাংলাদেশ দলের এবার গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার ফলে সম্ভাব্য প্রাইজমানি দাঁড়াবে আনুমানিক ৩-৫ কোটি টাকার মধ্যে। যদিও আইসিসি স্পষ্টভাবে দলগুলোর চূড়ান্ত অবস্থান নির্ধারণের পদ্ধতি প্রকাশ করেনি, তবে বাংলাদেশ ৭ম বা ৮ম স্থান অর্জন করলে ৩ কোটি টাকার বেশি প্রাইজমানি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়