শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বৃষ্টিতে আজ ভেসে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এসে কোনো ম্যাচে জয় ছাড়াই দেশে ফিরতে হতে পারে বাংলাদেশ দলকে। অন্তত রাওয়ালপিন্ডির আবহাওয়া বিভাগ বলছে সেরকমই। ২৭শে ফেব্রুয়ারি দিনভর থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস আছে।

এবারের আসরে দুবাইয়ে ভারতের ম্যাচের আগে ইনজুরিতে দলে থাকতে পারেননি ছন্দে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। নাহিদ রানাকেও খেলাতে পারল না দল। ফলাফল ইন্ডিয়া পাত্তাই দিলো না মিরাজ-হৃদয়দের। গিল ঝড়েই ল-ভন্ড হলো সব। পাকিস্তানে এসেও যে খুব একটা ভালো আছে বাংলাদেশ, তা কিন্তু নয়। ম্যাচ রাওয়ালপিন্ডিতে কিন্তু অনুশীলন করতে হয়েছে ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে। উইকেট নিয়ে ধারণা পেতে একদিন ভেন্যুতে আসার সুযোগ পেলেও রাতের শিশির ছাড়া দেখার ছিল না কিছুই। - সময়নিউজ 

পরে ম্যাচে ভুলভাল কম্বিনেশন, আর সিনিয়র ক্রিকেটারদের হঠকারিতায় টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল লাল সবুজের। কিন্তু এরপরেও আশা ছিল সবার মনে, ফিরে আসার আগে অন্তত একটা জয় যেন থাকে শান্তর পকেটে। সুযোগটা আছে এখনো, কারণ শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানও যে হেরে আছে দুটো ম্যাচ। পারফরম্যান্সও বাংলাদেশের মতোই। তাই জয়, সেতো হতেও পারে। 

কিন্তু বাংলাদেশের সে বাড়া ভাতে ছাই দিতে প্রস্তুত পিন্ডির আবহাওয়া। ওয়েদার ফোরকাস্ট বলছে, ২৭ ফেব্রুয়ারি সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে। আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, রাত ১২টা থেকেই শুরু হবে বৃষ্টিপাত, সঙ্গে তাপমাত্রাও নেমে যাবে ১৫ ডিগ্রিতে।

ভোর পর্যন্ত থেমে থেমে বৃষ্টির পর সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঠিকঠাক থাকবে পরিস্থিতি। তবে, এখানে খুশির হওয়ার কিছুই নেই বাংলাদেশ টিমের জন্য। কারণ, দুপুর ১২টা থেকেই যে আবারো রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর যত সময় গড়াবে সেই বৃষ্টির মাত্রা কেবল বেড়েই চলবে বলে জানাচ্ছে ইসলামাবাদ আবহাওয়া কর্তৃপক্ষ।
 বাংলাদেশের এক ম্যাচ জয়ের যে স্বপ্ন তা আরও বড় ধাক্কা খাবে যখন জানবেন বৃষ্টির এই সম্ভাবনা প্রায় ৪০ শতাংশ। তবে বেলা গড়িয়ে বিকেল হয়ে আসতেই তা বেড়ে দাঁড়াবে ৭০ ভাগে। আর সূর্য ডোবার সময় হতে হতে তা প্রায় শতভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 ভাগ্য পক্ষে থাকলে, ম্যাচ যদি হয়ও সেটা হতে পারে কার্টেল ওভারে। তবে, সেখানেও গুরুত্বপূর্ণ হয়ে যাবে টস। নিউজিল্যান্ড ম্যাচের মতোই যদি সেখানে হেরে যান শান্ত, তাহলে শেষ আশাটাও থমকে যাবে টাইগারদের। আর ম্যাচ হলেও বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে পিন্ডির ঠা-া বাতাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়