শিরোনাম
◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল্যান্ডকে বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে রইলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : ইবরাহিম জাদরানের রেকর্ড গড়া ইনিংসে ভর করে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে বড় সংগ্রহ পেয়েছিল আফগানিস্তান। রান তাড়ায় বোলাররা ভালো শুরুও এনে দিয়েছিলেন। তবে জো রুটের দুর্দান্ত শতকে ম্যাচে ফিরেছিল ইংল্যান্ড। কিন্তু আজমতউল্লাহ ওমরজাইয়ের বোলিং নৈপুণ্যে শেষ হাসি হেসেছে  আফগানরা। রোমাঞ্চকর ম্যাচে ইংলিশদের ৮ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল তারা। টুর্নামেন্ট থেকে বিদায় নিলো ইংল্যান্ড।

বুধবার লাহোরে জাদরানের ১৭৭ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে রুটের ১২০ রানের ইনিংসের পর ৩১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল জস বাটলারের দল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।  নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও জেমি স্মিথকে হারিয়ে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন ডাকেটও ফেরেন ৩৮ রান করে।

তবে ব্রুক-বাটলারদের নিয়ে ছোট ছোট জুটিতে ইংলিশদের প্রতিরোধের নায়ক জো রুট। ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে ১২০ রান করে যখন ফিরলেন তখনও জয় থেকে ৩৯ রান দূরে দল।

এরপর আর্চার-ওভারটনের জুটিতে নাটকীয়তা হলেও ইংলিশদের শেষের লেজ গুটিয়ে দিয়ে আফগান রূপকথার পার্শ্বনায়ক শেষ পর্যন্ত আজমতউল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম জয়ের সঙ্গে একাধিক রেকর্ড সঙ্গী হলো আফগানদের।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে আর্চারের পেস তোপে ৩৭ রানেই নেই টপ অর্ডারের তিন ব্যাটার। সেই ধ্বংসস্তুপে যেন ফিনিক্সি পাখি হয়ে উড়লেন ইব্রাহিম জাদরান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে নিয়ে প্রথম প্রতিরোধ। ৪০ রান করে শাহিদী ফিরলেও হাল ছাড়েননি জাদরান। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক।

শেষ দিকে আগ্রাসী ব্যাটিংয়ে ওমরজাই ও নবীর চল্লিশোর্ধ দু’টি ইনিংসে যোগ্য সমর্থন পান এই আফগান তুর্কী। শেষ ওভারে যখন ফিরলেন, ততক্ষণে রেকর্ড বইয়ে লিখলেন নিজের নাম। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৭ রান করে দলকে এনে দেন ৩২৫ রানের লড়াকু পুঁজি। আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে আফগানিস্তান। ১ মার্চ প্রোটিয়াদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়