শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিরুদ্ধে ‘এএফসি এশিয়ান কাপ-২০২৭’ এর বাছাই পর্বে খেলার জন্য বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩০ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা চৌধুরী। তবে তিনি এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। আগামী ১৮ মার্চ বাংলাদেশে আসবেন এই মিডফিল্ডার।

এই তালিকায় থাকা ২৮ জন খেলোয়াড়কে আগামী ২৮ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রাথমিক স্কোয়াডে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার শেখ মোরসালিন জায়গা পেয়েছেন। এছাড়া ব্রাদার্স ইউনিয়নে যোগ দেয়া জামাল ভূঁইয়াও রয়েছেন এই দলে।
বাংলাদেশের ৩০ সদস্যের এই দলে ডাক পেয়েছেন ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওর বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। তার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের আক্রমণভাগকে শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে এএফসি এশিয়ান কাপ-২০২৭ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। সফলভাবে বাছাই পর্ব উতরে যেতে পারলে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন ও সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়