শিরোনাম
◈ সাত বছর পর  বর্ধিত সভায় যে বার্তা দেবে বিএনপি ◈ সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান ◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা  ◈ ‘বঞ্চিত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সমাধান না হলে ‘ঢাকা ব্লকেড’

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ দলের। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় লাল-সবুজ দলের। একই গ্রুপ থেকে পাকিস্তানও টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা করবে। 

এই দুই দল জুলাইয়ে আবার মুখোমুখি হবে। বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর এই পাকিস্তানেই, মে মাসে। এফটিপির আওতাভুক্ত এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। শুধু তাই না, মাসদুয়েকের মধ্যেই আবারও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তবে সেটা অ্যাওয়েতে না, হোমে।

জুলাই-অগাস্টে পাকিস্তানকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে পিসিবি প্রেসিডেন্টের সঙ্গে আড্ডায় এমন প্রস্তাব দেন সভাপতি ফারুক আহমেদ। জানা গেছে, বিসিবির দেয়া সেই প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শেষ চার পাঁচ বছরে বাংলাদেশ-পাকিস্তান বেশ কয়েকটা দ্বিপাক্ষিক সিরিজেই মুখোমুখি হয়েছে। ২০২০ সালে প্রায় বারো বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল বাংলাদেশ। পরের বছর বাংলাদেশ সফর করে পাকিস্তান। ২০২৪ সালে দেশটিতে দুইটি টেস্ট খেলতে যায় নাজমুল হোসেন শান্তর দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়