শিরোনাম
◈ হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে অতি তৎপর অজিত দোভাল? (ভিডিও) ◈ আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার ◈ আবার ফিরে আসতে পারে ‘স্বৈরশাসনের যুগ’ ◈ বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া বিষয়ে ট্রাম্পের তথ্য ভুল, দাবি করেছে ডিসমিসল্যাব ◈ চীন সফর ও নতুন দলে থাকা নিয়ে আলোচনা, যা জানালেন জোনায়েদ ও রিফাত ◈ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান ◈ এবার আলিবাবা উন্মুক্ত করল ভিডিও ও ছবি তৈরির এআই মডেল ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট যে ‘এন্ডগেম’ প্রস্তাব দিয়েছেন, যা জানাগেল ◈ গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব ◈ এবার ২৯ মিলিয়ন ডলার অর্থের নজরদারির বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বার্সেলোনা এগিয়ে থেকেও হোঁচট খেলো অ্যাতলেটিকো মাদ্রিদে

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর এক ম্যাচ অনুষ্ঠিত হলো বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যে। গোল আর গোল, তারপরেও জয় পেলো না কেউই। কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে হয় হাতছাড়া হয়েছে বার্সেলোনার। অ্যাতলেটিকো মাদ্রিদের নাটকীয় কামব্যাকে ৪-৪ গোলে শেষ হয়েছে রোমাঞ্চকর এক লড়াই।

মঙ্গলবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে হুলিয়ান আলভারেজের গোলে ম্যাচের এক মিনিটেই লিড নেয় অ্যাতলেটিকো। ৬ মিনিটে গ্রিজম্যানের গোলে ব্যবধান বাড়ায় দলটা। এরপরই দারুণ প্রত্যাবর্তন করে স্বাগতিকরা। ম্যাচের ১৯ মিনিটে পেদ্রির গোলে ব্যবধান কমায় বার্সা। ২ মিনিটের ব্যবধানে রাফিনহার কর্নারে কুবার্সির হেডে সমতায় ফেরে কাতালানরা।

প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে (৪১ মিনিটে) মার্টিনেজের গোলে এগিয়ে যায় বার্সা। ৫ গোলে শেষ হয় প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৭৪ মিনিটে লেভানদোভস্কির গোলে ৪-২ গোলের লিড পায় হ্যান্সি ফ্লিকের দল। জয় তখন হাতছানি দিচ্ছে বার্সার।

তবে এরপরই ম্যাচের দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করে। ম্যাচের শেষ ৬ মিনিটে নাটকীয় প্রত্যাবর্তন করে অ্যাতলেটিকো। ৮৪ মিনিটে মার্কোস ইয়োরেন্তের গোলে ব্যবধান কমানোর পর যোগ করা অতিরিক্ত সময়ের তিন মিনিটে দলকে সমতায় ফেরান আলেকজান্ডার সরলথ। রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৪-৪ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়