শিরোনাম
◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধুনিক ক্রিকেট বুঝে না পাকিস্তানের খেলোয়াড়রা:  শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর ভারতের বিপক্ষেও জয় তুলে নিতে পারেনি পাকিস্তান। ফলে এক ম্যাচ আগেই টুর্নামেন্ট শেষ হয়ে যায় স্বাগতিকদের। দলের এমন অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। আসরজুড়ে পাকিস্তানের ব্যাটিং নিয়েই হয়েছে বেশ সমালোচনা। আর এতেই তাল মিলালেন সাবেক এই ক্রিকেটার। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি।

আফ্রিদি বলেন, ২০২৫ সালে পাকিস্তান আশি ও নব্বইয়ের দশকের মতো ক্রিকেট খেলছে, যেখানে অন্য দলগুলো আক্রমণাত্মক ও আধুনিক ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ভালোভাবেই এগিয়ে গেছে। ভারতের বিপক্ষে ১৫২টি ডট বল খেলেছে পাকিস্তান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬২টি বলে কোনো রান নিতে পারেনি তারা। দলের এই ডট বল খেলা নিয়ে সমালোচনা করেছেন আফ্রিদি। তিনি বলেন, অনেক বেশি ডট বল খেলার অসুস্থ মনোভাবও আমাদের খেলার ক্ষতি করছে। 

দলের এই মানসিকতায় পরিবর্তন আনা দরকার বলে মনে করেন আফ্রিদি। পুরো সিস্টেমকেই ঢেলে সাজানোর কথা জানিয়ে তিনি বলেন, আধুনিক ক্রিকেটের সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের মানসিকতার মিল নেই। আমাদের সিস্টেমের পুরোপুরি সংস্কার দরকার, যাতে আমরা আক্রমণাত্মক মানসিকতার ক্রিকেটার তৈরি করতে পারি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়