শিরোনাম
◈ স্ত্রী-মাসহ সাঈদ খোকনের ৯০ কোটি টাকার বন্ড অবরুদ্ধ, চার বাড়ি জব্দ ◈ সীমান্ত দিয়ে রাতের আঁধারে ১৫ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ ◈ বাংলাদেশের এলপিজি সরবরাহকারী অক্টেন এনার্জির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ◈ বিক্ষোভের মধ্যেই ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ কমিটি ঘোষণা (ভিডিও) ◈ নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই বিক্ষোভ-হাতাহাতি (ভিডিও) ◈ খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ◈ হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে অতি তৎপর অজিত দোভাল? (ভিডিও) ◈ আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার ◈ আবার ফিরে আসতে পারে ‘স্বৈরশাসনের যুগ’ ◈ বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া বিষয়ে ট্রাম্পের তথ্য ভুল, দাবি করেছে ডিসমিসল্যাব

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধুনিক ক্রিকেট বুঝে না পাকিস্তানের খেলোয়াড়রা:  শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর ভারতের বিপক্ষেও জয় তুলে নিতে পারেনি পাকিস্তান। ফলে এক ম্যাচ আগেই টুর্নামেন্ট শেষ হয়ে যায় স্বাগতিকদের। দলের এমন অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। আসরজুড়ে পাকিস্তানের ব্যাটিং নিয়েই হয়েছে বেশ সমালোচনা। আর এতেই তাল মিলালেন সাবেক এই ক্রিকেটার। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি।

আফ্রিদি বলেন, ২০২৫ সালে পাকিস্তান আশি ও নব্বইয়ের দশকের মতো ক্রিকেট খেলছে, যেখানে অন্য দলগুলো আক্রমণাত্মক ও আধুনিক ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ভালোভাবেই এগিয়ে গেছে। ভারতের বিপক্ষে ১৫২টি ডট বল খেলেছে পাকিস্তান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬২টি বলে কোনো রান নিতে পারেনি তারা। দলের এই ডট বল খেলা নিয়ে সমালোচনা করেছেন আফ্রিদি। তিনি বলেন, অনেক বেশি ডট বল খেলার অসুস্থ মনোভাবও আমাদের খেলার ক্ষতি করছে। 

দলের এই মানসিকতায় পরিবর্তন আনা দরকার বলে মনে করেন আফ্রিদি। পুরো সিস্টেমকেই ঢেলে সাজানোর কথা জানিয়ে তিনি বলেন, আধুনিক ক্রিকেটের সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের মানসিকতার মিল নেই। আমাদের সিস্টেমের পুরোপুরি সংস্কার দরকার, যাতে আমরা আক্রমণাত্মক মানসিকতার ক্রিকেটার তৈরি করতে পারি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়