শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৫৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১টি ডট বল খেলার যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক : ৩০০ বলের (৫০ ওভার) ম্যাচ। এর মধ্যে ৩০ ওভারের বেশি বা ১৮১ বলে রানই নিতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ফলও অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল দলের এমন হতাশাজনক ব্যাটিংয়ের পর।

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আর ম্যাচ শেষে এত ডট বল খেলার কারণ হিসেবে মাঝের ওভারগুলোতে দ্রুত উইকেট পতনকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক।

সোমবার রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক পিচেও রানের চাকা সচল রাখতে ধুঁকেছে ব্যাটাররা। লাগাতার ডট বল খেলে ও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৩৬ রান করতে পারে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করতে শান্ত খেলেন ১১০ বল।

২১তম থেকে ২৭তম ওভারের মধ্যে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তবে বাংলাদেশের মাত্রাতিরিক্ত ডট বল খেলার সমস্যা কেবল এই ম্যাচেই যে ছিল এমনটা নয়। ভারতের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৪৯ ওভার ৩ বলে অলআউট হওয়া দল ১৫৯ বলে কোনো রান নিতে পারেনি। আর এ কারণে দল নিয়মিত তিনশ রান করতে পারে না বলে মেনেও নেন বাংলাদেশ অধিনায়ক।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, এই জায়গায় তো অবশ্যই উন্নতির জায়গা আছে। দেখুন, আমরা নিয়মিত তিনশ করি না। এটা সত্যি। মেনে নিতেই হবে। যদি আজকের ডট বলের কথা বলেন, আমরা ৫ ওভার, ১০ ওভার পরপরই একটা করে উইকেট হারিয়েছি। ওই জায়গায় ব্যাটারদের জন্য খুবই কঠিন যে, কীভাবে স্ট্রাইক রোটেট করব। একটা-দুইটা বড় জুটি হলে এই ব্যাপারটা হতো না।

অতিরিক্ত ডট বলের সংখ্যা কীভাবে কমানো যায় তার উপায়ও বাতলে দিয়ে বাঁহাতি এই ব্যাটার বলেন, এই অভ্যাসটা তৈরি করা জরুরি যে, নিয়মিত আমরা কীভাবে তিনশ করতে পারি। আমরা হয়তো একদিন-দুদিন তিনশ করি।

এখান থেকে বের হওয়ার জন্য অনুশীলনে বলেন, নিয়মিত কীভাবে ভালো উইকেটে খেলা যায়, নিয়মিত বড় দলের বিপক্ষে এই ধরনের স্কোর গড়া যায়, এটাই গুরুত্বপূর্ণ। তবে আজকের ম্যাচে ডট বল হওয়ার কারণ, আমরা মাঝের ওভারগুলোয় কিছুক্ষণ পরপরই উইকেট দিয়ে দিয়েছি। আগামী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়