শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ দলের কনসালটেন্ট শ্রীরাম এখন চেন্নাই সুপার কিংসের সহকারী বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের সহকারী বোলিং কোচ ছিলেন। নতুন মৌসুমের আগে চেন্নাই ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজর সাবেক অলরাউন্ডার। ব্রাভোর রেখে যাওয়া জায়গায় পাঁচবারের চ্যাম্পিয়নদের সহকারী বোলিং কোচ হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা থাকায় কোচ হিসেবে বেশ খ্যাতি আছে শ্রীরামের। ২০১৬-২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কাজ করতেই অস্ট্রেলিয়ার চাকরি ছেড়েছিলেন ভারতের সাবেক এই অলরাউন্ডার। ক্রিকফ্রেঞ্জি
২০২২ সালের আগষ্টে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ‘টি-টোয়েন্টি কনসালটেন্ট’ হিসেবে যোগ দিয়েছিলেন শ্রীরাম। পরবর্তীতে ২০২৩ সালের সেপ্টেম্বরে লক্ষণৌ সুপার জায়ান্টসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ আইপিএলে তাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

বছরখানেক পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব নেন। এর আগে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) সহকারী কোচ ছিলেন। এবার চেন্নাইয়ে যোগ দিচ্ছেন স্টিফেন ফ্লেমিং (প্রধান কোচ), মাইক হাসি (ব্যাটিং কোচ) এবং এরিক সিমন্সের (বোলিং কনসালটেন্ট) সঙ্গে।
আইপিএলের আগামী আসরে চেন্নাইয়ের স্পিনার হিসেবে আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল এবং নূর আহমদ। এ ছাড়া দীপক হুডা এবং রাচিন রবীন্দ্রও স্পিন বোলিং করেন। ফলে তাদেরকে নিয়ে কাজ করার বড় সুযোগ থাকছে শ্রীরামের। 

আগামী ২২ মার্চ মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। সবশেষ মৌসুমে পয়েন্ট টেবিলের পাঁচে শেষ করেছিল চেন্নাই। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়