শিরোনাম
◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৬ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়, ভারতকে নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ৩০০ রান করার ক্ষমতা রাখে, এমনকি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও খেলবে বাংলাদেশ। এক ম্যাচ আগেই সব ঝাড়িজুড়ি শেষ। তিন ম্যাচের মধ্যে টানা দুটিতে হারলো বাংলাদেশ। ভারতের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো লাল-সবুজের দল। নিউজিল্যান্ড টানা দুই ম্যাচ জিতে পৌঁছে গেলো ভারতের সঙ্গে সেমিফাইনালে। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ছিল অনেকটা বাঁচা-মরার। 

হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশের। অথচ এমন ম্যাচে বাঁচার জন্য চেষ্টাই করলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও সেটাকে টেনে নিতে পারলেন না কেউই। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা একটু-আধটু চেষ্টা করলেন, তবে যথেষ্ট হলো না লড়াইয়ের জন্য। ভারতের বিপক্ষে ২২৮ রান করা বাংলাদেশের এবার থেমেছে ২৩৬ রানে।

রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেটে নিউজিল্যান্ডের জয় পাওয়াটা কঠিন হওয়ার কথা ছিল না। রাচিন রবীন্দ্র, টম লাথামরা সেটা হতেও দেননি। রাচিনের সেঞ্চুরি ও লাথামের হাফ সেঞ্চুরির সঙ্গে দুজনের ১২৯ রানের অনবদ্য জুটিতে সহজ জয়ই পেয়েছে তারা। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দেয়। দুই জয়ে কিউইদের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারতও। তবে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়