শিরোনাম
◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪০ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয়ী হওয়ায় বিপাকে ধর্মগুরু অভয় সিং

স্পোর্টস ডেস্ক : নাম তার অভয় সিং। অথচ আইআইটি নামে পরিচিত।  ভারতের সেই ধর্মগুরু জ্যোতিষী ভারত-পাকিস্তান ম্যাচের আগে দাবি করেছিলেন যে, হাজার চেষ্টা করেও জিততে পারবে না রোহিত শর্মার দল। এবং বিরাট কোহলিও ব্যর্থ হবেন। জিতবে পাকিস্তান। তার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। বিরাটের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

তার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ায় খেলা শেষে তাকে নিয়ে ব্যাপক ট্রোল শুরু হয়। আর ট্রোলড হতেই ‘পালটি’ খেয়ে সেই আইআইটি বাবার দাবি, মনে মনে তিনি জানতেন ভারতই জিতবে। ম্যাচের আগে এক সাংবাদিকেদ প্রশ্নে হাসতে হাসতে জ্যোতিষী আইআইটি বাবা (অভয় সিং) বলেছিলেন, আমি তোমাকে আগেই বলছি, এবার ভারত জিতবে না। যারা আছে, বিরাট কোহলি, সবাইকে বলে দিও আজকে জিতে দেখাতে। এখন আমি না করে দিয়েছি, জিতবে না মানে জিতবে না। এখন, ভগবান (সৃষ্টিকর্তা) বড় না তুমি বড়?’ -সময়নিউজ
তবে তার এমন ভবিষ্যদ্বাণী মোটেও ভালোভাবে নেননি সে দেশের সমর্থকরা। তাদের যুক্তি ছিল, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল, সেখানে পাকিস্তান আছে তিন নম্বরে। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছিলো পাকিস্তান। আর ভারত তাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিলো। অর্থাৎ সব দিক থেকেই এগিয়ে টিম ইন্ডিয়া। 

 তবে হাইভোল্টেজ ম্যাচটি শেষ হতে না হতেই ভারতীয় সমর্থকদের কটাক্ষের শিকার হন আইআইটি বাবা। তাকে অনেকেই ভবিষ্যদ্বাণী করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। এমনকি কেউ যেন তার সাক্ষাৎকারও না নেন, এমনটাই দাবি করেছেন নেটিজেনরা। 

নেটিজেনদের ব্যাপক ট্রোলের মুখে পড়ে ডিগবাজি খেয়েছেন এই আইআইটি বাবা। এক্স হ্যান্ডেলে সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন। সেখানে টিম ইন্ডিয়ার ছবিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আসুন সকলে একসঙ্গে মিলে সেলিব্রেট করি, পার্টি করি। আসলে আমি কিন্তু মনে মনে জানতাম যে ভারতই জিতবে।’ তবে ক্ষমা চেয়েও নেটিজেনদের তোপ থেকে রেহাই পাচ্ছেন না এই জ্যোতিষী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়