শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

একই ভেন্যুতে খেলে ভারত তো চ্যাম্পিয়নস ট্রফিতে  বাড়তি সুবিধা পাচ্ছে: প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট দল। ফলে আয়োজক পাকিস্তান হলেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা টুর্নামেন্টটি খেলছেন সংযুক্ত আরব আমিরাতে। এমন ঘটনায় খেপেছেন অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো খেলছে দুবাইয়ে। পাকিস্তান তাই আয়োজক হওয়া স্বত্ত্বেও ভারতের সঙ্গে খেলতে দুবাইয়ে যেতে হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ, পাকিস্তান দুই দলকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রোহিতের নেতৃত্বাধীন ভারত। সরাসরি না বললেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) দায়ী করেছেন প্যাট কামিন্স। আজকের পত্রিকা

৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই বোলার ইয়াহু স্পোর্টস অস্ট্রেলিয়াকে বলেন, একই ভেন্যুতে খেলার কারণে এটা অবশ্যই তাদের (ভারত) বাড়তি সুবিধা দিচ্ছে। তারা এমনিতেই শক্তিশালী এবং একই ভেন্যুতে সব ম্যাচ খেলার সুফল তারা পাচ্ছে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে যে রানের বন্যা বয়ে যাচ্ছে, সেটা টুর্নামেন্টে চোখ রাখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। পাঁচ ম্যাচে এরই মধ্যে ৮ সেঞ্চুরি হয়েছে। ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে ১৫ বল হাতে রেখে জিতেছে অস্ট্রেলিয়া। যা আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই ম্যাচেই ১৬৫ রান করে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট। ভারতীয়দের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডও কোহলি করেছেন এই টুর্নামেন্টে। কামিন্স বলেন, আমার মতে টুর্নামেন্টটা ভালোমতোই চলছে।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরুর পরও ঘটে চলেছে একের পর এক বিতর্কিত ঘটনা। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচে সম্প্রচারক চ্যানেলে আয়োজক পাকিস্তানের নাম লেখা ছিল না। পরে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

আইসিসি সেই ব্যাখ্যায় ‘কারিগরি ত্রুটি’ বলে উল্লেখ করেছিল। এটার রেশ কাটতে না কাটতেই ২২ ফেব্রুয়ারি লাহোরে ঘটেছে আরেক ঘটনা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় শোনা যায় ভারতের জাতীয় সংগীত। ভীষণ ক্ষুব্ধ পাকিস্তান এই ঘটনারও ব্যাখ্যা চেয়েছে।

চোটে পড়ায় এবারের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারছেন না কামিন্স। তাঁর বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। ইংল্যান্ডকে ৫ উইকেটে হারানোর পর অজিরা আগামীকাল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর, দুবাই এই চার ভেন্যুতে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আর ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২ মার্চ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়