শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

‘এটা বড় রানের মাঠ। আমরা তিনশ’ প্লাস রানের কথা ভাবছি।’ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনই গল্প দিয়েছিলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তবে তার শিষ্যরা রাওয়ালপিন্ডির নিঁখাদ ওই ব্যাটিং উইকেটে আড়াইশ’ রানও করতে পারেনি। নিউজিল্যান্ডের বোলিং তোপে ৯ উইকেটে থেমেছে ২৩৬ রানে।  

শিশিরের প্রভাব থাকায় রাওয়ালপিন্ডিতে টস গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইনিংসে রান তাড়া সহজ হয়। লাহোরে যেমন ইংল্যান্ডের ৩৫১ রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নামে। ওপেনিং জুটিতে তানজিদ তামিম ও নাজমুল শান্ত ৪৫ রানের জুটি দেন। 

তানজিদ ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করে আউট হন। কিউই স্পিনার ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। ওই ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে উইকেট দেওয়ার যেন নেশা চেপে বসে বাংলাদেশের ব্যাটারদের। তাওহীদ হৃদয় ক্রিজে ধুঁকে ধুঁকে ২৪ বল খেলে ৭ রান করে ব্রেসওয়েলের বলে ক্যাচ দেন। 

মুশফিকুর রহিম ক্রিজে এসেই স্লগ সুইপে বড় শট খেলে ২ রান করে ক্যাচ দেন। তার মতো ব্রেসওয়েলকে ডাউন দ্য উইকেটে এসে শট খেলতে গিয়ে ক্যাচ দেন মাহমদুউল্লাহও। তিনি ১৪ বলে ৪ রান যোগ করেন। তার আগে তিনে নেমে ব্যর্থ হন মেহেদী মিরাজও। নির্ভার ব্যাটিংয়ের আশা দিয়েও ১৪ বলে এক চার ও ছক্কার শটে ১৩ রান করে আউট হন এই স্পিন অলরাউন্ডার। 

ওপেনিংয়ে নেমে রান খরায় থাকা নাজমুল শান্ত এবং লোয়ারে জাকের আলী ও রিশাদ হোসেন কিছু রান করায় দুইশ’ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশ। শান্ত ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। সাতটি চার মারেন তিনি। জাকের ৫৫ বলে ৪৫ করে রান আউট হন। তিনটি চারের সঙ্গে এক ছক্কা মারেন তিনি। রিশাদ ২৫ বলে ২৬ রান যোগ করেন। 

নিউজিল্যান্ডের স্পিনার ব্রেসওয়েল ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। তিনি ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে ২৭ ওভারের মধ্যে নিজের দশ ওভার শেষ করেন। উইলিয়াম ও’রোর্কি ১০ ওভারে ৪৮ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাট হেনরি ও কাইল জেমিনসন একটি করে উইকেট নেন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়