স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা তার দেশ ভারতের বিপক্ষে হারে ক্ষুব্ধ। ওয়াসিম আকরাম দেশটিকে তুলনা করেছেন ওমান-যুক্তরাষ্ট্রের মতো দলের সঙ্গে। শোয়েব আখতার অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের দুষছেন। ম্যাচের ফলাফল নাকি আগেই জানা ছিল তার।
ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে শুরু থেকেই ভুগতে তাকে পাকিস্তান। স্কোরবোর্ডে ২৪১ রান তুলেই অলআউট হয় দলটি। জবাবে ভারত ম্যাচটি অনায়সেই জিতে যায়। বিরাট কোহলির সেঞ্চুরির দিনে হাফ সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস আইয়ারও।
অল্প রান ডিফেন্ড করতে গিয়ে যেভাবে বোলিং করা দরকার, সেভাবে বোলিং করতে পারেননি পাকিস্তানের বোলাররা। শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের কেউই ভারতের ব্যাটারদের মনে সেভাবে ভীতি ধরাতে পারেননি। ক্রিকফ্রেঞ্জি
তাদের সমালোচনায় আকরাম বলেন, যথেষ্ট হয়েছে। আপনারা তাদের তারকা বানিয়েছেন। সবশেষ পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা ৬০ গড়ে ২৪ উইকেট নিতে পেরেছে। প্রতি উইকেটে ৬০ রান! আমাদের গড় ওমান এবং যুক্তরাষ্ট্রের থেকেও খারাপ। যে ১৪ দল ওয়ানডে খেলে, তাদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় বাজে।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যাটাররাও বেশ রয়েসয়ে খেলেছেন। দুটি ম্যাচেই অতিরিক্ত ডট দিয়েছেন তারা। দলে বড়সড় পরিবর্তন চান আকরাম, শেষ কয়েক বছর ধরে ওয়ানডেতে পাকিস্তান হেরেই চলেছে। সময় এসে গেছে কঠোর ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার। ভয়ডরহীন ক্রিকেটারদের আনুন, তরুণদের দলে অন্তর্ভুক্ত করুন। যদি আপনাকে পাঁচ-ছয়টি পরিবর্তন আনতে হয়, দয়া করে সেটি করুন।
এদিকে পাকিস্তানের এই হারের পেছনে ম্যানেজমেন্টের দায় দেখছেন শোয়েব। সাবেক এই পেসারের মতে, ক্রিকেটাররা ভালো কোনো পরিকল্পনা ছাড়াই ভারতের বিপক্ষে খেলতে নেমেছে। পাকিস্তানের ম্যানেজমেন্টকে 'নির্বোধ' বলছেন তিনি। শোয়েব বলেন, আমি মোটেও হতাশ নই। কারণ, আমি জানতাম (ম্যাচের ফল) কী হবে। পুরো বিশ্ব ছয় বোলার নিয়ে খেলছে। আর তোমরা (পাকিস্তান টিম ম্যানেজমেন্ট) পাঁচ বোলার একাদশে রাখতে পারলে না...তোমরা দুই অলরাউন্ডার নিয়ে খেলতে নামলে। এটা পুরোপুরি নির্বোধ ম্যানেজমেন্ট, এদের কোনো ধারণাই নেই।
বাচ্চাদের (খেলোয়াড়দের) আমি দোষারোপ করতে পারি না। তারা এই ম্যানেজমেন্টের মতোই। জানে না, তাদের কী করতে হবে। ইনটেন্ট একটি ভিন্ন জিনিস। ওদের রোহিত (শর্মা), বিরাট (কোহলি), শুভমানের (গিল) মতো দক্ষতা নেই। সুস্পষ্ট নির্দেশনা ছাড়াই তারা খেলতে নেমেছে। কেউ জানে না, তাদের কী করা উচিত।