শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০৪ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের বিদায় দেখছেন অধিনায়ক রিজওয়ান

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে স্বাগতিক পাকিস্তান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আর দ্বিতীয় ম্যাচে ভারতের হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে। সেমিফাইনালে উঠতে মেলাতে হবে বেশ কিছু সমীকরণও। তাই টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় দেখছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে বিরাট কোহলির সেঞ্চুরিতে ভারতের কাছে ৬ উইকেটে হারে পাকিস্তান। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে তারা হারে ৬০ রানে। সেমিফাইনালে খেলতে হলে বর্তমান চ্যাম্পিয়নদের প্রথমেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের ম্যাচের দিকে। সোমবারের ম্যাচে বাংলাদেশ জিতলে শেষ চারের আশা টিকে থাকবে তাদের। 

এরপর নিজেদের ম্যাচে বাংলাদেশকে হারানোর পাশাপাশি তাকিয়ে থাকবে হবে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচের ফলের দিকেও। তবে নিউ জিল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দিলে নাজমুল হোসেন শান্তর দলের সঙ্গে বাদ পড়বে পাকিস্তানও। তবে এসব সমীকরণে মাথা না ঘামিয়ে সরাসরি নিজেদের বিদায় দেখছেন রিজওয়ান। ভারতের কাছে হারের পর পাকিস্তান অধিনায়ক বলেন, আমরা এখন বলতে পারি যে এটা (সেমি-ফাইনালের আশা) শেষ। এটাই সত্য।

আমরা দেখবো বাংলাদেশ নিউ জিল্যান্ডের সঙ্গে কি করে। এরপর নিউ জিল্যান্ড ভারতের সঙ্গে। আর এরপর আমরা কি করি। এটা দীর্ঘ এক পথ এবং এটা অন্য দলগুলোর ওপর নির্ভর করছে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩২১ রানের লক্ষ্য তাড়ায় ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। ভারতের স্পিনারদের বিপক্ষে ব্যাটাররা রান তুলতে হিমশিম খাওয়ায় ২৪১ রানের বেশি করতে পারেনি। শেষ পর্যন্ত ৪৫ বল হাতে রেখে ম্যাচ জেতে রোহিত শর্মার দল।

দলের হতাশাজনক পারফরম্যান্সের কথা স্বীকার করে নিয়ে রিজওয়ান বলেন, অধিনায়ক হিসেবে আমি অন্যদের উপর নির্ভর করতে পছন্দ করি না। আপনি যদি ভালো হতেন তাহলে তা জিতে এবং নিজেদের হাতে রেখে দেখাতেন।ৃ বিষয়টা হলো ভারত ও নিউ জিল্যান্ড আমাদের হারিয়েছে। তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে এবং আমরা খেলতে পারিনি। আগামী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়