শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরপর ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

তানজিদ তামিম ও নাজমুল শান্ত ওপেনিংয়ে ভালো শুরু করেন। ওই জুটি ভাঙার পরই হুড়মুড়িয়ে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। মাইকেল ব্রেসওয়েলকে আক্রমণ করে খেলতে গিয়ে তানজিদ, হৃদয়, মুশফিক ও মাহমুদউল্লাহ আউট হয়েছেন। 

বাংলাদেশ ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার নাজমুল শান্ত ৫৫ রান করেছেন। তার সঙ্গী জাকের আলী।

ব্রেসওয়েলকে উইকেট দেওয়ার প্রতিযোগিতা: পেস বোলারদের দারুণ খেলা তানজিদ তামিম (২৪) স্পিন আক্রমণে ব্রেসওয়েল আসতেই শট খেলতে গিয়ে ক্যাচ দেন। ক্রিজে ধুঁকতে থাকা হৃদয় (৭) ওই ব্রেসওয়েলকে বড় শট খেলতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন। মুশফিক (২) সুইপ খেলে ও মাহমুদউল্লাহ (৪) ডাউট দ্য উইকেটে ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ হয়ে ফিরেছেন। ।

মিরাজও ব্যর্থ: মেহেদী মিরাজ তিনে ব্যাট করে ১৩ রান করে ফিরে যান। এক ছক্কা ও এক চার মারা ব্যাটারকে নির্ভারই মনে হচ্ছিল। 

একাদশে দুই পরিবর্তন: বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ। পেসার তানজিম হাসানের বদলে ঢুকেছেন নাহিদ রানা। নিউজিল্যান্ড দলেও দুটি পরিবর্তন এসেছে। নাথান স্মিথের জায়গায় এসেছেন কাইল জেমিসন। অসুস্থ ড্যারেল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়