শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরপর ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

তানজিদ তামিম ও নাজমুল শান্ত ওপেনিংয়ে ভালো শুরু করেন। ওই জুটি ভাঙার পরই হুড়মুড়িয়ে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। মাইকেল ব্রেসওয়েলকে আক্রমণ করে খেলতে গিয়ে তানজিদ, হৃদয়, মুশফিক ও মাহমুদউল্লাহ আউট হয়েছেন। 

বাংলাদেশ ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার নাজমুল শান্ত ৫৫ রান করেছেন। তার সঙ্গী জাকের আলী।

ব্রেসওয়েলকে উইকেট দেওয়ার প্রতিযোগিতা: পেস বোলারদের দারুণ খেলা তানজিদ তামিম (২৪) স্পিন আক্রমণে ব্রেসওয়েল আসতেই শট খেলতে গিয়ে ক্যাচ দেন। ক্রিজে ধুঁকতে থাকা হৃদয় (৭) ওই ব্রেসওয়েলকে বড় শট খেলতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন। মুশফিক (২) সুইপ খেলে ও মাহমুদউল্লাহ (৪) ডাউট দ্য উইকেটে ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ হয়ে ফিরেছেন। ।

মিরাজও ব্যর্থ: মেহেদী মিরাজ তিনে ব্যাট করে ১৩ রান করে ফিরে যান। এক ছক্কা ও এক চার মারা ব্যাটারকে নির্ভারই মনে হচ্ছিল। 

একাদশে দুই পরিবর্তন: বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ। পেসার তানজিম হাসানের বদলে ঢুকেছেন নাহিদ রানা। নিউজিল্যান্ড দলেও দুটি পরিবর্তন এসেছে। নাথান স্মিথের জায়গায় এসেছেন কাইল জেমিসন। অসুস্থ ড্যারেল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়