শিরোনাম
◈ ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ◈ তুরস্কের ক্ষমতাসীন দলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার মেসুত ওজিল ◈ ওমান ও যুক্তরাষ্ট্রের থেকেও পাকিস্তানি বোলারদের গড় খারাপ: ওয়াসিম আকরাম ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের বিদায় দেখছেন অধিনায়ক রিজওয়ান ◈ আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ১২ সড়ক-সেতুর নাম পরিবর্তন ◈ ঢাকাসহ সারা দেশে সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর প্যাট্রলিং ◈ ছিনতাই-ডাকাতি দমনে আজ থেকেই মাঠে যৌথ বাহিনী: আইজিপি ◈ গণতন্ত্র পুনরুদ্ধারে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশে দুইজন সেনাপ্রধান  ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী-পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ডিপিএলে মোহামেডান দল যেনো ফরচুন বরিশাল: ইবাদত হোসেন

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত বিপিএলে সবচেয়ে সেরা দল ছিল ফরচুন বরিশাল। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ বরিশালের বেশীরভাগ ক্রিকেটারই। শক্তিমত্তায় তাই এবারের ডিপিএলের সবচেয়ে এগিয়ে মোহামেডান। শিরোপা জেতাই দলটির একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন পেসার ইবাদত হোসেন।

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শেষ দুই আসরে খেলেছেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয়, ইবাদত, ইকবাল হোসেন ইমনের মতো ক্রিকেটাররা। এবার তাদের নিয়ে দল গড়েছে মোহামেডান। - ক্রিকফ্রেঞ্জি

তামিম-মাহমুদউল্লাহদের হাত ধরে বিপিএলে শেষ দুই আসরে শিরোপা জিতে বরিশাল। কাগজে-কলমে সেরা দল হওয়ার পাশাপাশি মাঠেও নিজেদের প্রমাণ করে দলটি। এবার মোহামেডানও সেরকম কিছু করবে বলে বিশ্বাস ইবাদতের।

তিনি বলেন, 'অবশ্যই কাগজে-কলমে তো খুব ভালো দল মোহামেডান। যেরকম ফরচুন বরিশালও ছিল কাগজে-কলমে এবং আলহামদুলিল্লাহ আমরা মাঠে ভালো খেলে চ্যাম্পিয়নও হয়েছি। সে হিসেবে মোহামেডান দলটাও ওভাবে করা হয়েছে যেখানে তামিম ভাই আছে, মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আছে, মুশফিক ভাই আছে, তাইজুল ভাই আছে, আমি আছি। ধরতে গেলে আমাদের ফরচুন বরিশালের বেশীরভাগ প্লেয়ারই ওখানে আছি। 

কাগজে-কলমে খুব ভালো টিম। এখন আমরা যদি মাঠে ভালো খেলতে পারি তাহলে ইনশাআল্লাহ। ডিপিএলে শেষবারের মৌসুমে রানারআপ হয় মোহামেডান। এবারের আসর শুরুর আগে ইবাদতের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছেন দলটির কর্মকর্তা সাজ্জাদুল হক শিপনও। সেই লক্ষ্যেই দল গড়েছেন বলে জানিয়েছেন তিনি। 

শিপন বলেন, গত বছর আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু রানারআপ হয়েছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। গত বছর আমাদের পরিকল্পনা ছিল, এই বছর আমরা আরও শক্ত দল বানিয়েছি। আমার মনে হয় এই বছর আমরা চ্যাম্পিয়ন হবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়