শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগায় জিরোনাকে হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে তারা ২-০ গোলে হারিয়েছে জিরোনাকে। এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে টেবিলের তৃতীয় স্থানে। ২৫ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ও সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। ২৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে জিরোনা আছে টেবিলের একাদশতম স্থানে।

ঘরের মাঠে জিরোনার বিপক্ষে গোল পেতে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে রদ্রিগোর উড়িয়ে মারা বলে হেড নিয়ে ক্লিয়ার করেন জিরোনার রক্ষণভাগের খেলোয়াড়। সেটা ডি বক্সের বেশ খানিকটা সামনে পেয়ে যান মদ্রিচ। সেখান থেকে শট নেন। সেটি বক্সের ডান কোনা দিয়ে জালে জড়ায়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পরও গোল পেতে সময় নেয় রিয়াল। ৮৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে লস ব্লাঙ্কোসরা। এ সময় পাল্টা আক্রমণে উঠে ডানদিক থেকে ভিনিসিউসকে বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার বাড়ানো বল পেয়ে  ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান ভিনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়