পাকিস্তানের বিরুদ্ধে টসে হারল ভারত। সেই সঙ্গে তৈরি হল রেকর্ড। এই নিয়ে এক দিনের ক্রিকেটে টানা ১২টি ম্যাচে টসে হারল ভারত। এই নজির আর কারও নেই। আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। তা টপকে গেল ভারত।
টসের সময় মহম্মদ রিজ়ওয়ান কয়েন ছোড়েন। রোহিত শর্মা ‘হেড’ ডাকেন। তবে ‘টেল’ পড়ায় জেতেন রিজ়ওয়ানই। রোহিত হতাশ মুখে সরে যান এক দিকে। টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে পাকিস্তান।
এত দিন টানা ১১টি ম্যাচে টসে হারার নজির ছিল নেদারল্যান্ডসের। ২০১১-র মার্চ থেকে ২০২৩-এর অগস্ট পর্যন্ত টানা ১১টি ম্যাচে টসে হেরেছিল তারা।
ভারতের টসে হার শুরু হয়েছে ২০২৩-এর এক দিনের বিশ্বকাপের ফাইনাল থেকে। সে বার অস্ট্রেলিয়ার কাছে টসে হেরেছিল ভারত। ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়াই। এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচেই টসে হেরেছিল ভারত। সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল।
২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচে টসে হেরেছিল ভারত। সিরিজ়ও হেরেছিল তারা। পাশাপাশি কিছু দিন আগে হয়ে ইংল্যান্ড সিরিজ়েও সব ক’টি ম্যাচে টস হেরেছিল তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে টসে হারার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছেও টস হারল ভারত। অর্থাৎ, সব মিলিয়ে টানা ১২টি ম্যাচে টসে জিততে পারল না তারা। উৎস: আনন্দবাজার পত্রিকা।