শিরোনাম

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সৌদি প্রো লিগে আল হিলালকে ৪-১ গোলে হারালো বেনজেমার ইত্তিহাদ

স্পোর্টস ডেস্ক: শনিবার (২২ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগে আল ইত্তিহাদ ৪-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালকে। আল ইত্তিহাদের পক্ষে জোড়া গোল করেছেন ডাচ তারকা স্টিভেন বার্গুইন। বাকি গোল দুটি করেন হাসান কাদেশ এবং করিম বেনজেমা। আল হিলালের একমাত্র গোলটি করেন মার্কোস লিওনার্দো।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে এদিন আল হিলালই আগে গোলের দেখা পায়। ব্রাজিলিয়ান তারকা মার্কোস লিওনার্দো গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। চলতি মৌসুমে লিগে ১৭ ম্যাচ ১৪ গোল ও ২ অ্যাসিস্ট করলেন এই ২১ বছর বয়সী।

তবে এই লিড মাত্র ৬ মিনিট ধরে রাখতে পারে আর হিলাল। ২৯ মিনিটে হাসান কাদেশের গোলে সমতায় ফেরে আল ইত্তিহাদ। এরপর প্রথমার্ধের একদম শেষ মিনিটে ইত্তিহাদকে এগিয়ে দেন ডাচ তারকা বার্গুইন। দ্বিতীয়ার্ধের ৬ মিনিট যেতে না যেতেই ফের গোল করেন আয়াক্স ও টটেনহ্যামের সাবেক তারকা বার্গুইন। এই মৌসুমে লিগে ১৯ ম্যাচে ১০ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার।  সময়নিউজ

ম্যাচের নির্ধারিত সময়ের ৪ মিনিট বাকি থাকতে আল হিলালের কফিনে শেষ পেরেকটা মারেন আল ইত্তিহাদের অধিনায়ক করিম বেনজেমা। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকার ১৮ম্যচেই ১৬ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তিনিই এখন যৌথভাবে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এই জয়ে ২১ ম্যাচ শেষে ১৮ জয় ও ১ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। সমান ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়