শিরোনাম
◈ ৬ মাসেও ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা, তাহলে রেখে কি লাভ : দুদু ◈ বিনিয়োগ সম্প্রসারণে আরব আমিরাতকে পাশে চায় ঢাকা চেম্বার ◈ দিনমজুরের সন্তান অয়ন্ত বালা বাংলাদেশ নারী ফুটবল দলে সুযোগ পেলো ◈ জলাবদ্ধতা নিরসনে ঢাকার ১৯টি খাল সংস্কার করা হবে: উপদেষ্টা ◈ ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা ◈ জাতিসংঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে আরো দুর্বল করবে ◈ যে কারণে খুঁটির সঙ্গে বাঁধা হয় হুমায়ূন আহমেদের প্ল্যাকার্ড! ◈ ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছেন শিবির সভাপতি (ভিডিও) ◈ এক ওভারে ১১ বল, শামির লজ্জার রেকর্ড, শীর্ষে বাংলাদেশের হাবিবুল বাশার

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের কাছে হেরে গেলে পাকিস্তানে এবার টিভি ভাঙা হবে না: বাসিত আলী

স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তান এক যুগেরও বেশি সময় ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজে খেলছে না। ফলে এশিয়া কাপ ও আইসিসির আসরগুলোতেই কেবল একে অপরের মুখোমুখি হয়ে থাকে চিরপ্রতিদ্বন্দ্বীর এই দুই দল। মাঠের লড়াই ছাপিয়ে এর উত্তাপ ছড়ায় দেশ দুটির সমর্থকগোষ্ঠীর মাঝেও। ভারতের কাছে ম্যাচ হারের পর প্রায়শই খবর বের হয়, পাকিস্তান সমর্থকদের টিভি ভাঙার। তবে এবার হারলে এমনটা হবে না বলে জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।

শিরোপা ধরে রাখার অভিযানে এবারের চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। হতশ্রী ব্যাটিংয়ে নিউ জিল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৬০ রানে হেরে বেশ সমালোচনার মুখে আছে টুর্নামেন্টের আয়োজকরা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কাতেও পড়তে পারে তারা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ভারত-পাকিস্তানের এবারের লড়াই। ২০১৩ সাল থেকে হওয়া ওয়ানডে ফরম্যাটের আইসিসি ও এশিয়া কাপ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। সবশেষ জয়টি আসে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এরপরের প্রতিটি ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে স্রেফ উড়ে গেছে তারা।

প্রতিটি হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতো পাকিস্তান সমর্থকদের টিভি ভাঙার খবর। তবে দেশটির অর্থনৈতিক অবস্থার কারণে এবার এমনটি হওয়ার সম্ভাবনা দেখছেন না বাসিত।

ম্যাচের আগে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের হয়ে ৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটার বলেন, পাকিস্তান যদি ভারতের কাছে ম্যাচে বাজেভাবে হেরে যায়, এবার সমর্থকরা তাদের টিভি ভাঙবে না। কারণ দেশের মুদ্রাস্ফীতি অনেক। এখন মানুষ শুধু এটা (হার) নিয়ে কথাই বলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়