শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

একইভাবে বিরাট কোহলির আউট হওয়ার ধরন নিয়ে সুনিল গাভাস্কার উদ্বিগ্ন

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির একইভাবে আউট হওয়ার ধরন নিয়ে সুনিল গাভাস্কার ভীষণ উদ্বিগ্ন। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে কোহলিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। গত বুধবার বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে ২২ রান করে সাজঘরে ফেরেন কোহলি। লেগ-স্পিনার রিশাদ হোসেনের অফ-স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে পয়েন্ট অঞ্চলে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। 

সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ানডেতে ছন্দহীন থাকা কোহলি এই নিয়ে টানা ছয় ওয়ানডেতে স্পিনারদের বলে আউট হন। এর মধ্যে পাঁচবারই তিনি রিস্ট-স্পিনারের শিকারে পরিণত হন। 

গত মাসে অস্ট্রেলিয়ার মাটিতে শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পেসারদের করা অফ-স্টাম্পের বল খেলতে বেশ বেগ পেতে হয় কোহলিকে। অফ-স্ট্যাম্পের বাইরের বল পুরো ব্যাটে খেলতে গিয়ে আট ইনিংসে আউট হওয়া প্রতিটি ঘটনাতেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

বিষয়টি নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ম্যাচে কোহলির আউট হওয়ার ধরন নিয়ে গাভাস্কার বলেন, সে কয়েকবার রিশাদকে খেলার চেষ্টা করেছিল। বল টার্ন করেছিল, ভাগ্যক্রমে পুরো ব্যাটে খেলেছে, তাই বল কানায় লাগেনি। তাই এটা এমন একটি বিষয় যেটা তার ঠিক করতে হবে।

তবে হ্যাঁ, আমার মনে হয় আপনি যদি একই ধরনের বোলিংয়ে আউট হতে থাকেন, তাহলে এখানে চিন্তার কারণ আছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে রোহিত শর্মার দল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়