স্পোর্টস ডেস্ক : বিশ্বমঞ্চে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা ও তরুণ প্রতিভাবান উৎসব আহমেদ। ডব্লিউবিসি এশিয়া সিলভার সুপার ব্যান্টামওয়েট বেল্টে নিজেদের প্রতিপক্ষকে নকআউট করে কৃতিত্ব অর্জন করেন।
সুরো কৃষ্ণ চাকমা লড়েন থাইল্যান্ডের চানাকিয়াদ চুয়াফায়েতের বিপক্ষে। ছয় রাউন্ডের ব্যান্টামওয়েট বাউটে প্রথম দুই রাউন্ডে আধিপত্য বিস্তার করেন সুরো। তবে তৃতীয় রাউন্ডেই নিজের শক্তিশালী ঘুষির জোরে নকআউট করেন প্রতিপক্ষকে। ছয় মাস রিংয়ের বাইরে থাকার পরও তার পারফরম্যান্স ছিল চমকপ্রদ, যা তার দক্ষতা ও প্রস্তুতির প্রমাণ দেয়। চ্যানেল২৪
অন্যদিকে, আরেক বাংলাদেশি বক্সার উৎসব আহমেদ মোকাবিলা করেন থাইল্যান্ডের অভিজ্ঞ বক্সার উইসিটসাক সাইওয়েওকে। নিখুঁত পাঞ্চ, জ্যাব ও আপার কাটের মাধ্যমে মাত্র দ্বিতীয় রাউন্ডেই নকআউট করেন প্রতিপক্ষকে। তার এই দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের জন্য নতুন দিগন্ত উন্মোচন করলো। আন্তর্জাতিক এই বক্সিং ইভেন্টটি যৌথভাবে আয়োজন করেছে হাইল্যান্ড বক্সিং প্রোমোশনস এবং এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশনস। প্রথমবারের মতো এক রাতেই বাংলাদেশি বক্সারদের এই জয় বাংলাদেশের পেশাদার বক্সিং ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশনস-এর প্রেসিডেন্ট আদনান হারুন বলেন, আজ বাংলাদেশের বক্সিং জগতে আনন্দ এবং গর্বের দিন। বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন এবং এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশনস আমাদের বক্সারদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। উৎসব এবং সুরো কৃষ্ণের বিজয় আমাদের এশিয়ার শীর্ষস্থানীয় বক্সিং নেশন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে নিলো। আমাদের লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চ জয় করা।
আপনার মতামত লিখুন :