স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দল বিদ্রুপের শিকার হচ্ছে দুবাইয়ে। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলতে দুবাইয়ে আছে। এই টুর্নামেন্টের আয়োজকও পাকিস্তান। তা সত্বেও অন্য দেশে ম্যাচ খেলার জন্য আসায় সামাজিক মাধ্যমে কটাক্ষ্য করা হচ্ছে পাকিস্তান দলকে। এদিকে, দলের পারফরম্যান্স নিয়ে মারাত্মক সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার কামরান আকমল। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে পাকিস্তানের উচিৎ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলা।
পাকিস্তান ক্রিকেট পরিস্থিতির শিকার, ভারতের রাজনীতির শিকার। দেশ দুটির মাঝে চলমান রাজনৈতিক বৈরিতা কাজে লাগিয়ে ফায়দা নিচ্ছে বিসিসিআই। আয়োজক হয়েও পাকিস্তানকে খেলতে বাধ্য করা হয়েছে অন্য দেশে। সেটা মেনে নিয়েও যেন নিস্তার নেই রিজওয়ানদের।
চ্যাম্পিয়ন্স ট্রফির ডু অর ডাই ম্যাচ খেলতে মেন ইন গ্রিনদের অবস্থান এখন দুবাই। ক্রিকেটারদের সেখানে পৌঁছানোর ছবি অফিসিয়াল সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে পিসিবি। এর পর থেকেই কমেন্ট বক্স ছেয়ে গেছে নেতিবাচক মন্তব্যে। আয়োজক হয়েও কেন তারা ভিন্ন দেশে খেলতে এসেছে সেটা নিয়ে করা হচ্ছে ঠাট্টা, বিদ্রুপ।
বিষয়টি পাকিস্তানের জন্য কাটা ঘায়ে নুনের ছিঁটার মতো অবস্থা। ভারতের গোয়ার্তুমির জন্য একে তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হচ্ছে হাইব্রিড মডেলে, তার ওপর এখন শুনতে হচ্ছে কটু কথা। তবে ধারণা করা হচ্ছে যেসব মন্তব্য করা হচ্ছে সামাজিক মাধ্যমে, তা করছেন ভারতের সমর্থকরাই।
এদিকে, মাঠ ও মাঠের বাইরে কোথাও সময় ভালো কাটছে না পাকিস্তানের। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় রিজওয়ানদের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য এখন খাঁদের কিনারায়। এমন পরিস্থিতিতে দলের মানসিক অবস্থা খারাপ। এর মাঝে ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক সমালোচনায় মেতেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
কামরান আকমল সমালোচনা করে বলেন, ‘জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের সিরিজ চলছে। সেখানে গিয়ে তাদের সঙ্গে খেলেন। আর তাদের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলার যোগ্যতা হবে আপনাদের। পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা এটাই। আমাদের ক্রিকেটের মান ৬-৭ বছরে অনেক নিচে নেমে গেছে। তথ্যসূত্র, সময়নিউজ
আপনার মতামত লিখুন :