শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানে স্টেডিয়াম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কয়েকটি অভিযোগে কারাগারে বন্দী আছেন। এরমধ্যেই পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে তার নিজ প্রদেশের একটি স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রদেশের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামের নাম পরিবর্তন করা ইমরান খান স্টেডিয়াম রাখা হবে। - এক্সপ্রেস নিউজ

এদিকে বাংলানিউজ জানায়, কেপি-এর প্রদেশ ক্রীড়া বিভাগ কর্তৃক উত্থাপিত স্টেডিয়ামের নামকরণ সংক্রান্ত একটি সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী আলি আমিন খান। এটি অনুমোদনের জন্য আজ প্রাদেশিক মন্ত্রীসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন পেলেই ইমরান খানের নামে বদলে যাবে স্টেডিয়ামের নাম।  

১৯৯২ সালে পাকিস্তানের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন ইমরান। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত তিনি। প্রায় দুই যুগের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন তিনি। এর মধ্যে টেস্টে ব্যাট হাতে ৩৮০৭ রান এবং ওয়ানডেতে তার সংগ্রহ ৩৭০৯ রান। আর বল হাতে টেস্টে ৩৬২ ও ওয়ানডেতে ১৮২ উইকেট নিয়েছেন তিনি।

পাকিস্তানের ক্রিকেটে ইমরান খানের অবদান অতুলনীয়। তবে রাজনীতিবিদ হিসেবে তাকে বেশ কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। রাজনৈতিক দল গঠন করে প্রায় একক কারিশমায় দেশের প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু ২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় তাকে। এরপর দুর্নীতি ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদ- দেওয়া হয়েছে তাকে। এখনো কারাগারেই আছেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়