শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণ রোববার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মহারণ রোববার (২৩ ফেব্রুয়ারি)। চির প্রতিদ্বন্দ্বীর এই লড়াই দেখতে বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্ত অপেক্ষার প্রহর গুনছে। এই ম্যাচ নিয়ে স্টেডিয়াম মুখি দর্শকদের মধ্যেও বাড়তি উত্তেজনা-উন্মাদনা। ক্রিকেটের যেকোনো টুর্নামেন্ট হোক না কেন, ভারত-পাকিস্তান ম্যাচ যেনো অন্য গ্রহের। এবার তারা মুখোমুখি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। ইতোমধ্যে বাংলাদেশকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে ভারত। একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষেও খেলবে রোহিত-কোহলিরা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শুভমান গিলের সাথে ৫ উইকেট নেয়া মোহাম্মদ শামি যেমন হতে পারেন পাকিস্তানের জন্য চিন্তার কারণ তেমনি রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের মতো অভিজ্ঞতাসম্পন্ন একঝাঁক তারকা প্রস্তুত পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের জন্য।

বিপরীতে, পাকিস্তানের জন্য ঘরের মাঠে শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তার ওপর প্রথম ম্যাচেই ফখর জামানের ইনজুরি আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে পাকিস্তানকে। ভারতের বিপক্ষে ম্যাচে তাদের একাদশে একটি পরিবর্তন আসছেই। ফখরের ইনজুরিতে স্কোয়াডে ডাক পাওয়া ইমাম উল হককে দেখা যেতে পারে এই ম্যাচে। তবে, শক্তিশালী ভারতকে হারাতে বাবর-রিজওয়ানদের ব্যাটে যেমন আসতে হবে বড় রান, তেমনি শাহীন আফ্রিদি, নাসিম শাহদের কাছে অগ্নিঝড়া বোলিং প্রত্যাশা থাকবে পাক ভক্তদের।

ভারত-পাকিস্তান দ্বৈরথ বরাবরই যোগায় বাড়তি রসদ। যদিও পরিসংখ্যানের খাতায় সেই লড়াই একেবারেই একপেশে। আইসিসি ইভেন্ট মানেই যেন, ভারতের কাছে পাকিস্তানের অসহায়ত্বের চিত্র। পাকিস্তানের জন্য একমাত্র সুখস্মৃতি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল, যেখানে বৈশ্বিক আসরে ভারতকে হারিয়ে শিরোপা জেতে দলটি। যদিও এরপর মুখোমুখি হওয়া পাঁচ ম্যাচের কোনোটিতেই আর ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সবশেষ দেখায় ২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদে ৭ উইকেটের জয় পায় রোহিত শর্মার দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়