শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ-ভারত ম্যাচ সম্প্রচারের সময় পাকিস্তানের নাম বাদ, আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হলেও সব ম্যাচ নিজ দেশে আয়োজন করতে পারছে না ভারতের আপত্তির কারণে। শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজনে রাজি হওয়ায় হাইব্রিড মডেলে শুরু হয়েছে টুর্নামেন্টের নবম আসর। তবে দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচের সম্প্রচারের সময় কিছুটা বিতর্ক দেখা দিয়েছে।

এবারের টুর্নামেন্টে ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় স্ক্রিনের বাঁ দিকের উপরের কোনায় ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ পাকিস্তান’ লেখা থাকছে। পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পর শুক্রবারের আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সরাসরি সম্প্রচারেও এই লেখা আছে। কিন্তু বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচ চলার সময় ওই লেখায় ‘পাকিস্তান’ অংশটুকু ছিল না।

এই ঘটনায় আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাখ্যা চেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি। বিষয়টি কারিগরি ত্রুটি ছিল বলে অনানুষ্ঠানিকভাবে আয়োজকদের জানিয়েছে আইসিসি। ভবিষ্যতে পাকিস্তান অথবা দুবাইয়ে অনুষ্ঠিত কোনো ম্যাচে এরকম আর না হওয়ারও নিশ্চয়তা দিয়েছে তারা। তবে এতে সন্তুষ্ট হয়নি পাকিস্তান। কারণ টুর্নামেন্ট শুরুর আগেই গ্রাফিক্স তৈরি করে তা আইসিসিকে দেওয়া হয়ে থাকে। রোববার দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়